আঞ্চলিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রমের অন্ত্যোদয় স্পোর্টস একাডেমি খেলার মাঠে। ভগবানপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত বরোজ অঞ্চলের স্কুলগুলি অংশগ্রহণ করেছিল ।এইদিন আশ্রমের ছেলেমেয়েরাও খুব আনন্দ উদ্দী…
আঞ্চলিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রমের অন্ত্যোদয় স্পোর্টস একাডেমি খেলার মাঠে। ভগবানপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত বরোজ অঞ্চলের স্কুলগুলি অংশগ্রহণ করেছিল ।এইদিন আশ্রমের ছেলেমেয়েরাও খুব আনন্দ উদ্দীপনার সঙ্গে খেলা পরিচালকদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে এই প্রতিযোগিতার মশাল নিয়ে ছোট ছোট শিশুরা এলাকা পরিক্রমা করে। পরে বরোজ অঞ্চলের মাননীয় প্রধান উৎপল জানা মহাশয় জাতীয় পতাকা উত্তোলন করেন এবং আশ্রমের কর্ণধার তথা সম্পাদক বলরাম করণ মহোদয় আঞ্চলিক ক্রীড়া প্রতিযোগিতার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকের খেলাধুলা শুরু হয়। এতদঞ্চলের প্রাক্তন শিক্ষকেরা এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন এবং শহীদ বেদীতে প্রত্যেকে মাল্যদান করেন। সারাদিন ধরে ছোট ছোট ছেলে মেয়েরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং সক্ষমতা অনুযায়ী প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে। বিকালে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

No comments