তমলুক পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের একমাসের মধ্যেই কলকাতা হাইকোর্ট বড়সড় পদক্ষেপ ঘোষণা করল। বর্তমান চেয়ারম্যানকে অবৈধ চেয়ারম্যান ঘোষণা করল হাইকোর্ট। এক মাসের মধ্যেই অনাস্থা ভোট করতে হবে । তমলুক পৌরসভাকে নির্দেশ জা…
তমলুক পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের একমাসের মধ্যেই কলকাতা হাইকোর্ট বড়সড় পদক্ষেপ ঘোষণা করল। বর্তমান চেয়ারম্যানকে অবৈধ চেয়ারম্যান ঘোষণা করল হাইকোর্ট। এক মাসের মধ্যেই অনাস্থা ভোট করতে হবে । তমলুক পৌরসভাকে নির্দেশ জারি করল কলকাতা হাইকোর্ট। গত নভেম্বর মাসেই তমলুক পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়কে পদত্যাগ করতে বলেন দল। সেই মর্মে পদত্যাগ করেন দীপেন্দ্র নারায়ণ রায়। গত ১৮ ই নভেম্বর নগর উন্নয়ন দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করে, তমলুক পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চঞ্চল কুমার খাঁড়াকে অস্থায়ীভাবে চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার দেয়। চঞ্চল কুমার খাঁড়াকে মেনে নিতে পারেনি বেশ কয়েকজন কাউন্সিলর। এরপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি কাউন্সিলর জয়া দাস নায়েক ও বহিষ্কৃত তৃণমূল কাউন্সিলর পার্থসারথি মাইতি। আজ কলকাতা হাইকোর্ট জানিয়ে দেন চেয়ারম্যান নিয়োগ পুরোপুরি অবৈধ। উনি আজ থেকে চেয়ারম্যান নয়, আগামী এক মাসের মধ্যেই কাউন্সিলররা ভোটাভুটিতে চেয়ারম্যান বেছে নেবেন।
হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে চঞ্চল কুমার খাঁড়া জানান, দল তাঁকে যেইভাবে নির্দেশ দেবে তিনি সেইভাবে চলবেন।

No comments