বাংলাদেশে দীপু দাসের মর্মান্তিক মৃত্যু ও সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হলো কাঁথি। একই সঙ্গে ভগবানপুরে তথাকথিত ইসলামিক আগ্রাসনের ঘটনার প্রতিবাদে কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির তরফে এবং কাঁথি নগর মন্ডল…
বাংলাদেশে দীপু দাসের মর্মান্তিক মৃত্যু ও সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হলো কাঁথি। একই সঙ্গে ভগবানপুরে তথাকথিত ইসলামিক আগ্রাসনের ঘটনার প্রতিবাদে কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির তরফে এবং কাঁথি নগর মন্ডলের উদ্যোগে আয়োজিত হলো ধিক্কার সভা ও প্রতিবাদ মিছিল।
বুধবার বিকেলে কাঁথি শহরের ক্যানেলপাড় এলাকায় আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে বিজেপির শতাধিক কর্মী-সমর্থক অংশ নেন। মিছিল শেষে পথসভায় বক্তারা বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন ও হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন।
এই ধিক্কার সভা ও প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সোমনাথ রায়, কাঁথি নগর মন্ডলের সভাপতি রামচন্দ্র পন্ডা, জেলা বিজেপির সসহ-সভাপতি অসীম মিশ্র, সহ-সভানেত্রী মুনমুন দাস, প্রাক্তন বিধায়ক বনশ্রী মাইতি এবং কাঁথি পুরসভার কাউন্সিলর তাপস দোলাই ও সুশীল দাস-সহ দলের অন্যান্য নেতৃত্ব।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। মানবাধিকার রক্ষায় অবিলম্বে আন্তর্জাতিক স্তরে প্রতিবাদ জোরদার করার পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করা হয়। কর্মসূচি জুড়ে ছিল স্লোগান, প্ল্যাকার্ড ও প্রতিবাদী কণ্ঠ—যা কাঁথির রাজপথে স্পষ্ট করে তুলল ক্ষোভ ও প্রতিবাদের বার্তা।

No comments