ভারি গাড়ির জন্য পাড়ার রাস্তা ভেঙ্গে যানজট সৃষ্টি হয়েছে ।ঘটনাটি ঘটেছে দুর্গাচক থানায় এলাকায় বাসুদেবপুর গভমেন্ট স্পন্সর হাই স্কুলের পাশে । ট্রেলার গাড়িটিকে ঘিরে ধরেছে পাড়ার এলাকাবাসী ।এত বড় গাড়ি কিভাবে এই গলি রাস্তায় ঢুকল…
ভারি গাড়ির জন্য পাড়ার রাস্তা ভেঙ্গে যানজট সৃষ্টি হয়েছে ।ঘটনাটি ঘটেছে দুর্গাচক থানায় এলাকায় বাসুদেবপুর গভমেন্ট স্পন্সর হাই স্কুলের পাশে । ট্রেলার গাড়িটিকে ঘিরে ধরেছে পাড়ার এলাকাবাসী ।এত বড় গাড়ি কিভাবে এই গলি রাস্তায় ঢুকলো, তাই নিয়ে প্রশ্ন উঠছে এলাকাবাসীর মধ্যে । কারখানার পন্য বোঝাই বড় ট্রেলার গাড়িটি মঞ্জুশ্রী- মৎসুবিসি ইন্ডাস্ট্রিয়াল রোড বরাবর যাবার কথা ছিল । কিন্তু পণ্য বোঝাই ট্রলার গাড়িটি এলআইসি মোড়ের কাছ থেকে ঘুরে ঢুকে যায় পাড়ার মধ্যে । ভেঙে গেছে রাস্তার বিভিন্ন দিক । ঘটনাস্থলে দুর্গাচক থানার পুলিশ । গাড়ি থেকে ওই রাস্তা দিয়ে ব্যাক করে কিভাবে মূল রাস্তায় আনা যায় তাই নিয়ে চেষ্টা চলছে। এলাকাবাসীর দাবি ,গাড়িটির ভেঙে ফেলা রাস্তা মেরামত করে দিতে হবে । জানতে পারা যায় ,গভীর রাত্রে কারখানার পন্য বোঝাই বড় ট্রেলার গাড়িটি বাসুদেবপুরে এভাবে গলির মধ্যে ঢুকে পড়ে ।পাড়ার রাস্তায় যানজট পরিষ্কার করতে ,শুরু হয়েছে গাড়িটিকে ফিরিয়ে আনার তোড়জোড় ।

No comments