প্রকাশিত তথ্য অনুযায়ী, শুধুমাত্র এই জেলাতেই বাদ পড়া ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১ লক্ষ ৪১ হাজার ৯৩৬ জন।ভোটের আগে এই বিপুল সংখ্যক নাম বাদ যাওয়ায় স্বাভাবিকভাবেই জেলায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।জেলা প্রশাসন সূত্রে খবর, এ…
প্রকাশিত তথ্য অনুযায়ী, শুধুমাত্র এই জেলাতেই বাদ পড়া ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১ লক্ষ ৪১ হাজার ৯৩৬ জন।ভোটের আগে এই বিপুল সংখ্যক নাম বাদ যাওয়ায় স্বাভাবিকভাবেই জেলায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।জেলা প্রশাসন সূত্রে খবর, এই বাদ যাওয়া নামের মধ্যে মৃত ভোটার, চিহ্নিত করা যায়নি এমন ভোটার, এলাকা থেকে স্থানান্তরিত হয়ে যাওয়া ব্যক্তি এবং অনুপস্থিত (Absentee) ভোটারদের নাম রয়েছে।
জেলা জুড়ে বাদ পড়া নামের সংখ্যায় শীর্ষে রয়েছে শিল্পাঞ্চল হলদিয়া। এই বিধানসভা কেন্দ্রেই খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ১৫,৩০৫টি নাম। এর প্রধান কারণ হিসেবে উঠে আসছে শিল্পাঞ্চলে প্রতিনিয়ত বহিরাগত মানুষের আনাগোনা ও দ্রুত স্থানান্তরের প্রবণতা।
হলদিয়ার পরই দ্বিতীয় স্থানে রয়েছে এগরা বিধানসভা কেন্দ্র, যেখানে বাদ পড়েছে ১২,২৪৫টি নাম। আর সকলের নজর যে কেন্দ্রের দিকে, সেই নন্দীগ্রাম বিধানসভা বাদ পড়া ভোটারের সংখ্যার নিরিখে উঠে এসেছে তৃতীয় স্থানে। নন্দীগ্রাম থেকে খসড়া তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ১০,৬০৪টি নাম।

No comments