পুলিশ ১৭১ টি সিসি টিভি ফুটেজ পরীক্ষা করে , নাইন এমএম পিস্তল এবং ১৬০ গ্রাম সোনা উদ্ধার করে । তমলুকে মিলন নগরের সোনার দোকানের দুঃসাহসির ডাকাতির ঘটনায় মোট দশজন গ্রেফতার। জেলা পুলিশের সাফল্য ,আগরা, উত্তরপ্রদেশে থেকে গ্রেপ্তার মূল …
পুলিশ ১৭১ টি সিসি টিভি ফুটেজ পরীক্ষা করে , নাইন এমএম পিস্তল এবং ১৬০ গ্রাম সোনা উদ্ধার করে । তমলুকে মিলন নগরের সোনার দোকানের দুঃসাহসির ডাকাতির ঘটনায় মোট দশজন গ্রেফতার।
জেলা পুলিশের সাফল্য ,আগরা, উত্তরপ্রদেশে থেকে গ্রেপ্তার মূল দুই পান্ডা ,উদ্ধার দশটি কার্তুজ, পিস্তল।
*প্রায় দুমাস পর তমলুকে মিলনগরের সোনার দোকানের দাকাতিতে গ্রেফতার মূল পান্ডা।*দুর্গাপূজার আগে দিনে দুপুরে তমলুকে মিলন নগরের সোনার দোকানের দুঃসাহসির ডাকাতি হয়। দোকানে ভিতরে বন্ধুক ঠেকিয়ে দুষ্কৃতীরা ডাকাতি করে। এরপরে প্রায় চার দিন পর গ্রেফতার করা হয় তিন দুষ্কৃতিকে। তবে মূল পান্ডাকে গ্রেফতার করতে পারেনি। আগরা, উত্তরপ্রদেশে থেকে গাজিয়াবাদ থেকে গ্রেপ্তার করা হয় দুই পান্ডাকে এবং উদ্ধার করা হয় দশ কার্তুজ পিস্তল এবং সোনার চেন। বুধবার সাংবাদিক বৈঠক করে জানালেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার মিতুন দে। বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য রয়েছে বলে জানায়

No comments