Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

ভারতীয় জনসীমায় বাংলাদেশী নৌবাহিনী জাহাজের ধাক্কায় ডুবল ট্রলার, পাঁচ জন মৎস্যজীবী নিখোঁজ

নামখানার খেয়াঘাট থেকে ১৬ জন মৎস্যজীবী নিয়ে জাহাজের ধাক্কায় ডুবল ট্রলার ,নিখোঁজ ।ভারতীয় জনসীমায় বাংলাদেশী নৌবাহিনী জাহাজের ধাক্কায় ডুবল ট্রলার, পাঁচ জন মৎস্যজীবী নিখোঁজ।*ভারতীয় জলসীমায় রাতের অন্ধকারে আলো নিভিয়ে ভারতীয় ট্…

 


নামখানার খেয়াঘাট থেকে ১৬ জন মৎস্যজীবী নিয়ে জাহাজের ধাক্কায় ডুবল ট্রলার ,নিখোঁজ ।ভারতীয় জনসীমায় বাংলাদেশী নৌবাহিনী জাহাজের ধাক্কায় ডুবল ট্রলার, পাঁচ জন মৎস্যজীবী নিখোঁজ।*

ভারতীয় জলসীমায় রাতের অন্ধকারে আলো নিভিয়ে ভারতীয় ট্রলারে ধাক্কা বাংলাদেশী নৌবাহিনী জাহাজ, মৎস্যজীবী ট্রলার টির নাম এফ বি পারমিতা, ১৩ ই ডিসেম্বর নামখানার খেয়াঘাট থেকে ১৬ জন মৎস্যজীবী নিয়ে গভীর সমুদ্রে মৎস্য শিকার করতে গেছিল সোমবার দিন ভোররাতে ভারত ও বাংলাদেশ জলসীমানায় কাছাকাছি যখনি মৎস্য শিকার করছিল তখনই বাংলাদেশী নৌবাহিনী তাদের জাহাজের লাইট বন্ধ করে এসে ওই মৎস্যজীবী ট্রলার টি কে ধাক্কা মারে বলে এমনটি প্রশাসন সূত্রে জানা গেছে। বাংলাদেশের জলসীমার কাছে ভারতীয় ট্রলার 'এফবি পারমিতা-১১' বাংলাদেশি জাহাজের ধাক্কায় ডুবে গেছে, এতে ৫ জন জেলে নিখোঁজ রয়েছেন এবং বাকি ১১ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে; এছাড়া, বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় একটি বাল্কহেড ডোবার ঘটনাও ঘটেছে এবং সুদানে ড্রোন হামলায় ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন।তবে ১১ জনকে উদ্ধার করা গেলেও পাঁচজনকে এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি। এমনকি বাংলাদেশি নৌসেনার জাহাজটি ধাক্কা মারার পরেও ওই মৎস্যজীবীদের কে উদ্ধারের কাজেও হাত লাগায়নি বলে প্রশাসন সূত্রে জানা গেছে

No comments