মর্মান্তিক মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ারের। মৃতের নাম সুদীপ চক্রবর্তী (৩৫)। বাবা দেবব্রত চক্রবর্তী। বাড়ি কোলাঘাট থানার মন্দারগেছিয়া এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুর দু’টো নাগাদ কোলাঘাট থানার হলদিয়া মোড়ে ডিউটিত…
মর্মান্তিক মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ারের। মৃতের নাম সুদীপ চক্রবর্তী (৩৫)। বাবা দেবব্রত চক্রবর্তী। বাড়ি কোলাঘাট থানার মন্দারগেছিয়া এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুর দু’টো নাগাদ কোলাঘাট থানার হলদিয়া মোড়ে ডিউটিতে ছিলেন সুদীপ। সেই সময় কলকাতার দিক থেকে আসা একটি প্রাইভেট গাড়ি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তিনি গুরুতরভাবে আহত হন। সহকর্মী পুলিশ কর্মীরা তড়িঘড়ি করে তাঁকে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় নেমে আসে শোকের ছায়া। কোলাঘাট থানার সহকর্মীরা বলেন, কর্তব্যে অবিচল ও কর্মঠ হিসেবে পরিচিত ছিলেন সুদীপ। তাঁর এই অকাল মৃত্যুতে পুলিশ মহলে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনায় জড়িত গাড়িটিকে আটক করেছে পুলিশ, চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে।

No comments