Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

পড়ুয়াদের সুরক্ষা ও পুলকার গাড়ির চালকদের ভবানীপুর থানা ও ট্রাফিক পুলিশের উদ্যোগে নিয়ম-কানুন সম্পর্কে সচেতন করার বৈঠক

দীপক পন্ডা - পড়ুয়াদের সুরক্ষা ও পুলকার গাড়ির চালকদের সচেতন করার লক্ষ্যে হলদিয়া ট্রাফিক পুলিশের নয়া উদ্যোগ ।সোমবার ভবানীপুর থানা ও ট্রাফিক পুলিশের উদ্যোগে নিয়ম-কানুন সম্পর্কে সচেতন করার বৈঠক হয় ।স্কুলের ছাত্র-ছাত্রীদের …



 দীপক পন্ডা - পড়ুয়াদের সুরক্ষা ও পুলকার গাড়ির চালকদের সচেতন করার লক্ষ্যে হলদিয়া ট্রাফিক পুলিশের নয়া উদ্যোগ ।সোমবার ভবানীপুর থানা ও ট্রাফিক পুলিশের উদ্যোগে নিয়ম-কানুন সম্পর্কে সচেতন করার বৈঠক হয় ।স্কুলের ছাত্র-ছাত্রীদের সুরক্ষা দিতে সচেতনতার বৈঠক ।স্কুলের গাড়ির চালকদের ট্রাফিক নির্দেশিকা সম্পর্কে বোঝানো হয় ।পুলকার চালকদের সিট বেল্ট পরার পাশাপাশি পড়ুয়াদেরও সিট বেল্ট পরতে হবে ।গাড়ি স্টার্ট দেওয়ার আগে গাড়ির যন্ত্রাংশ এবং ভালো করে স্টার্ট দিয়ে দেখে নিতে হবে । পুলকারে নির্দিষ্ট সংখ্যক পড়ুয়া যাতায়াত করবে । সিট ক্যাপাসিটির বেশি দাঁড়িয়ে কিংবা বেশি ভিড় করে পুলকারে যাতায়াত করা যাবে না ।বৈঠকে স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে পুলকারে যাতায়াতের নির্দিষ্ট নিয়ম সম্পর্কে সচেতন করা হয়। পুলকার গাড়ি চালানোর সময় কানে মোবাইল ফোন কিংবা অসুস্থ অবস্থায় ,অন্যমনস্ক অবস্থায় কোন রকমে গাড়ি চালানো যাবে না ।বৈঠকে সেই বিষয়ে বিশেষ সতর্ক করা হয় ।বৈঠকে পুলকারের বিভিন্ন গাড়ির চালক উপস্থিত ছিলেন ।বৈঠকে উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর হাইওয়ে বরুন গায়েন ,ভবানীপুর থানার ওসি অনুষ্কা মাইতি ,হলদিয়া ট্রাফিক অফিসার সঞ্জয় দেবনাথ ,ট্রাফিক অফিসার গোপাল মাইতি প্রমূখ ।

No comments