এগরায় জমি নিয়ে রণক্ষেত্র! খড়ের ঘরে আগুন, দুই পক্ষের সংঘর্ষে তপ্ত বিদূরপুর — তদন্তে এগরা থানার পুলিশ।জায়গা-জমির বিবাদকে ঘিরে উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের বিদূরপুর গ্রামে। শনিবার রাত…
এগরায় জমি নিয়ে রণক্ষেত্র! খড়ের ঘরে আগুন, দুই পক্ষের সংঘর্ষে তপ্ত বিদূরপুর — তদন্তে এগরা থানার পুলিশ।জায়গা-জমির বিবাদকে ঘিরে উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের বিদূরপুর গ্রামে। শনিবার রাতে একাধিক পক্ষের মধ্যে সংঘর্ষের জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, প্রতিপক্ষের উপর চড়াও হয়ে খড়ের চালা ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি জমি বিক্রিকে কেন্দ্র করেই গণ্ডগোলের সূত্রপাত। অভিযোগ, একই জায়গা একাধিক ব্যক্তির কাছে বিক্রি করা হয়। এরপর দখলদারি নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা থেকে শুরু হয় হাতাহাতি ও সংঘর্ষ। উত্তেজনার আবহে এক পক্ষের ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ছুটে আসে এগরা থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় মোতায়েন থাকে নিরাপত্তা ব্যবস্থা। ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য ও আতঙ্ক।
পুলিশ সূত্রে জানা গেছে, জমি-সংক্রান্ত নথি ও অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্থানীয়দের বক্তব্য, “এই জমি নিয়ে বহুদিন ধরেই বিরোধ চলছিল, শেষমেশ তা বিস্ফোরণ ঘটাল।”

No comments