Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

হলদিয়ায় বন্ধুকে খুনের দায়ে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ উড়িষ্যার যুবককে

কারাদণ্ডের নির্দেশ উড়িষ্যার যুবককে -রায় ঘোষণা করল হলদিয়া মহকুমা আদালতের*। বন্ধুকে কোদাল দিয়ে নৃশংসভাবে খুনের পর গোডাউনে জ্বালানি কাঠের মধ্যে দেহ লুকিয়ে রেখেছিল ধৃত যুবক উড়িষ্যার মনোরঞ্জন দাস। ২০২০ সালের ১৩ মার্চ দুর্গাচক থান…

 


কারাদণ্ডের নির্দেশ উড়িষ্যার যুবককে -রায় ঘোষণা করল হলদিয়া মহকুমা আদালতের*। বন্ধুকে কোদাল দিয়ে নৃশংসভাবে খুনের পর গোডাউনে জ্বালানি কাঠের মধ্যে দেহ লুকিয়ে রেখেছিল ধৃত যুবক উড়িষ্যার মনোরঞ্জন দাস। ২০২০ সালের ১৩ মার্চ দুর্গাচক থানার তালপুকুর এলাকার ওই হাড়হিম করা খুনের ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছিল সমগ্র হলদিয়ায়। তালপুকুর এলাকায় ঘরভাড়া নিয়ে ওই যুবক ইডলি, ধোসার দোকান চালাত। সঙ্গে দু'জন কর্মচারীও রেখেছিল। মঙ্গোলিয়া ও কালিয়া নামে ওই দুই কর্মচারীর বাড়িও উড়িষ্যায়। হলদিয়ার স্থানীয় যুবক সুজয় সাঁতরা প্রায়ই মনোরঞ্জনের দোকানে যেতেন। সেই থেকেই পরস্পরের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়েছিল। ঘটনার দিন রাত সাড়ে ৯টা নাগাদ সুজয় মনোরঞ্জনের ভাড়াবাড়িতে যান। সেখানেই তাঁকে কোদাল দিয়ে নৃশংসভাবে খুন করা হয়। সেই খুনের ঘটনায় সোমবার সাজা ঘোষণা করা হয়েছে। এদিন আইনজীবী সৌমেন কুমার দত্ত বলেন, ধৃত যুবককে ২০ বছরে সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো একবছর অতিরিক্ত কারাদণ্ডের নির্দেশ দেন হলদিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সত্যজিৎ মাইতি।

No comments