Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

স্পেশ্যাল সেক্রেটারি হিসাবে প্রাক্তন জেলাশাসক পূর্ণেন্দু মাজিকে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদে নিয়োগ

প্রাক্তন জেলাশাসককে পূর্ণেন্দু মাজিকে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদে নিয়োগ করা হয়েছে। এর আগে গত ৩ নভেম্বর জারি করা অন্য একটি বিজ্ঞপ্তিতে হলদিয়া উন্নয়ন পর্ষদের অতিরিক্ত কার্যভার থেকে অব্যাহতি দিয়ে সুরজিৎ পণ্ডিতকে ‘দিঘা শঙ্করপুর …

 


প্রাক্তন জেলাশাসককে পূর্ণেন্দু মাজিকে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদে নিয়োগ করা হয়েছে। এর আগে গত ৩ নভেম্বর জারি করা অন্য একটি বিজ্ঞপ্তিতে হলদিয়া উন্নয়ন পর্ষদের অতিরিক্ত কার্যভার থেকে অব্যাহতি দিয়ে সুরজিৎ পণ্ডিতকে ‘দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের’ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত করা হয়েছিল। পূর্ববর্তী এক্সিকিউটিভ অফিসার নীলাঞ্জন মণ্ডল-কে হলদিয়া উন্নয়ন পর্ষদের অতিরিক্ত এক্সিকিউটিভ অফিসার পদে বদলি করা হয়েছিল। তারপরই মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে সরকারি ভাবে জানানো হয় যে এবার থেকে ‘দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের’ প্রধান হিসাবে দায়িত্বভার নিচ্ছেন পূর্ণেন্দু।  

 সম্প্রতি রাজ্যে এসআইআর শুরুর আগেই বদল হয়েছিলেন জেলা শাসক পূর্ণেন্দু মাজি। তাঁর জায়গায় নতুন জেলা শাসকের দায়িত্ব ভার গ্রহণ করেছেন ইউনিস ইসমাইল। তবে এই পূর্ণেন্দু মাজিকে দেওয়া হয়েছে নতুন পদ। এবার থেকে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের দায়িত্ব সামলাবেন তিনি।উল্লেখ্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা এই পূর্ব মেদিনীপুর। নন্দীগ্রামের বিজেপি বিধায়কের সঙ্গে সদ্য প্রাক্তন জেলাশাসক পূর্ণেন্দু মাজির সংঘাত বারেবারে লক্ষ্য করা গিয়েছে।

No comments