বেহাল রাস্তায় বাইক চালাতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু ১ ,ঘটনাটি ঘটেছে দুর্গাচক থানায় এলাকার রামনগরে ।চারচাকা গাড়ির সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষ ।বুধবার বিকেলে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু এক, গুরুতর আহত আরেক। নিহত রহিম আলী, বাড…
বেহাল রাস্তায় বাইক চালাতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু ১ ,ঘটনাটি ঘটেছে দুর্গাচক থানায় এলাকার রামনগরে ।চারচাকা গাড়ির সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষ ।বুধবার বিকেলে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু এক, গুরুতর আহত আরেক। নিহত রহিম আলী, বাড়ি জয়নগর।মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সাকিব আলি ।দুজনেই এক বাইকে করে দুর্গাচক যাচ্ছিল ।রামনগরে মিৎসুবিসি রোড বাঘাযতীন ক্লাবের সামনে বেহাল রাস্তা, গর্ত রাস্তার মাঝে ।তীব্র গতিতে আসা বাইক আরোহী রাস্তার পাস কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে চার চাকার গাড়িতে ।ধাক্কায় রহিমের মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় প্রাণ হারায় । বাইকের পেছনে থাকা আরোহীকেদ্রুত হলদিয়া মহকুমা হাসপাতাল নিয়ে যাওয়া হয় ।আঘাত গুরুতর থাকায় তাকে স্থানান্তরিত করা হয় কলকাতায়

No comments