দীপাবলিতে কালীপূজা উপলক্ষে হলদিয়া টাউনশিপ রামকৃষ্ণ সেবায়তনের উদ্যোগে দুই শতাধিক দুঃস্থ ও দরিদ্র মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। তুলে দেন - হলদিয়া বন্দরের জেনারেল ম্যানেজার (এম অ্যান্ড এস) প্রভীনকুমার দাস, শোধনাগারের…
দীপাবলিতে কালীপূজা উপলক্ষে হলদিয়া টাউনশিপ রামকৃষ্ণ সেবায়তনের উদ্যোগে দুই শতাধিক দুঃস্থ ও দরিদ্র মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। তুলে দেন - হলদিয়া বন্দরের জেনারেল ম্যানেজার (এম অ্যান্ড এস) প্রভীনকুমার দাস, শোধনাগারের ইডি (টেকনিক্যাল) সুশান্ত কুমার দাস, সুমন চক্রবর্তী, রাজীব মন্ডল, সেবায়তনের সভাপতি ডাঃ দুর্গাপ্রসাদ মুখার্জী, সম্পাদক কেপি পাল প্রমুখ।

No comments