ভাইফোঁটা দেওয়ার বিশেষ কিছু নিয়মকানুন জেনে নেন ।প্রথমে স্নান করে পিতল বা কাঁসার থালায় প্রদীপ, চালের দানা, হলুদ, সুপারি, শুকনো নারকেল এবং একটি পবিত্র সুতো রাখুন। ভাইয়ের মাথা উত্তর বা পূর্ব দিকে মুখ করে রাখা উচিত।কেউ হোমের টিকা,…
ভাইফোঁটা দেওয়ার বিশেষ কিছু নিয়মকানুন জেনে নেন ।প্রথমে স্নান করে পিতল বা কাঁসার থালায় প্রদীপ, চালের দানা, হলুদ, সুপারি, শুকনো নারকেল এবং একটি পবিত্র সুতো রাখুন। ভাইয়ের মাথা উত্তর বা পূর্ব দিকে মুখ করে রাখা উচিত।কেউ হোমের টিকা, কেউ চন্দনের ফোঁটা দিয়ে ভাই বা দাদার মঙ্গল কামনা করেন। আমাদের হাতের আঙুলগুলোতে পঞ্চমহাভূত ক্ষিতি, অপ, তেজ, মরুৎ, ব্যোম অবস্থান করে। ব্যোম হচ্ছে কড়ে আঙুল।কিন্তু কেন কড়ে আঙুল ব্যবহার করা হয় সেটা অনেকেই জানেন না। এটি মহাশূন্যের প্রতীক। ভাইবোনের পারস্পরিক ভালবাসা যেন অসীম ও অনন্ত হয়, তাই এই আঙুলের ব্যবহার। শাস্ত্রমতে ভাইফোঁটা ২৩ অক্টোবর পালিত হবে, যার শুভ সময় দুপুর ১.১৩ থেকে ৩.২৮ পর্যন্ত। কপালের টিকা লাগালে ভাইয়েরা দীর্ঘায়ুর পাশাপাশি সুখ-সমৃদ্ধি হয়।দীপাবলীর পরেই প্রত্যেক ঘরে ঘরে ভাইফোঁটার আনন্দে মেতে ওঠে প্রত্য়েক বাঙালী পরিবার।আর দ্বিতীয়াতে ফোঁটা হলে সেই প্রচলিত ছড়া, ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা। যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা।’ এটাই তিন বার বলতে হয়। বোন বা দিদিরা বাঁ হাতের কড়ে আঙুল দিয়ে ভাইয়ের কপালে টিকা দেয়।

No comments