এ বছর দুর্গাপুজোয় চার দিনে ৩৩ কোটি টাকার মদ বিক্রি হয়েছিল। কালীপুজোয় এক দিনেই ৮ কোটি টাকা বিক্রি হয়েছে। গত কয়েক বছর ধরেই রাজ্যে মদ বিক্রিতে অনেকটা এগিয়ে পূর্ব মেদিনীপুর জেলা।জেলা আবগারি দপ্তর সূত্রে খবর, ৭৪৫৩৭.১৩ লিটার দেশি ম…
এ বছর দুর্গাপুজোয় চার দিনে ৩৩ কোটি টাকার মদ বিক্রি হয়েছিল। কালীপুজোয় এক দিনেই ৮ কোটি টাকা বিক্রি হয়েছে। গত কয়েক বছর ধরেই রাজ্যে মদ বিক্রিতে অনেকটা এগিয়ে পূর্ব মেদিনীপুর জেলা।জেলা আবগারি দপ্তর সূত্রে খবর, ৭৪৫৩৭.১৩ লিটার দেশি মদ, ৫০৯০১.৫০ লিটার বিলিতি মদ, ৪৯০১১.৪৩ লিটার বিয়ার বিক্রি হয়েছে। একদিনে মোট মদ বিক্রি থেকে উপার্জন হয়েছে ৭৭,৮৯, ১০৮৪.০৮ টাকা।১ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত জেলায় ১০৪০৪৭২৭০৯.৫ টাকার মদ বিক্রি হয়েছে। আর চলতি বছর মদ বিক্রি করে কোষাগারে জমা হয়েছে ১০১৯৪৭২০৬৫৭.৩ টাকা।
কালীপুজোয় এক দিনে এ বছর যে মদ বিক্রি হয়েছে, তা সত্যিই চমকে দেওয়ার মতো। জেলার ২৮৮টি দোকানে বিক্রি হওয়া মদ থেকে আবগারি দপ্তরের ভাণ্ডারে ঢুকেছে ৮ কোটি টাকা! আর এ বারও ‘দিশি’ মদেরই জয়জয়কার।

No comments