দক্ষিণবঙ্গের সব জেলায় কয়েক জায়গায় হালক বৃষ্টি বা বজ্রঝড়ের সম্ভাবনা। উত্তরবঙ্গে এক-দুই জায়গায় হালকা বৃষ্টি।পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় ‘মন্থা’-র প্রভাব অব্যাহত থাকছে আজ, যা অন্ধ্রপ্রদেশের উপকূলে ল্যান্ডফলের পর উত্তর-পশ্চিম দিকে …
দক্ষিণবঙ্গের সব জেলায় কয়েক জায়গায় হালক বৃষ্টি বা বজ্রঝড়ের সম্ভাবনা। উত্তরবঙ্গে এক-দুই জায়গায় হালকা বৃষ্টি।পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় ‘মন্থা’-র প্রভাব অব্যাহত থাকছে আজ, যা অন্ধ্রপ্রদেশের উপকূলে ল্যান্ডফলের পর উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। রাজ্যের দক্ষিণাঞ্চলে (কলকাতা সহ) হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতসহ বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলীয় এলাকায়।গঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলে রাফ, জেলেদের ৩০ অক্টোবর পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ।
৩১-৩৫° সেলসিয়াস (কলকাতায় ৩২°), কিন্তু বিকেলের দিকে ধীরে ধীরে কমবে (২-৩° পতন)।সর্বনিম্ন : ২৪-২৬° সেলসিয়াস।
আর্দ্রতা : ৬৪-৮৮% (উচ্চ), যা অস্বস্তিকর অনুভূতি তৈরি করবে।

No comments