সময়সীমা শেষ ,দেড় ডেটলাইন পেরিয়ে গেল,কি শাস্তি ? বৃহস্পতিবার দুপুর বারোটার মধ্যে কাজে যোগ না দিলে বিএলও পদে নিযুক্ত অনুপস্থিত ১৪৩ জন শিক্ষকের বিরুদ্ধে কঠোর (SIR 2025) পদক্ষেপ গ্রহণ করবে নির্বাচন কমিশন। তাঁদেরকে চাকরি থেকে সাসপে…
সময়সীমা শেষ ,দেড় ডেটলাইন পেরিয়ে গেল,কি শাস্তি ? বৃহস্পতিবার দুপুর বারোটার মধ্যে কাজে যোগ না দিলে বিএলও পদে নিযুক্ত অনুপস্থিত ১৪৩ জন শিক্ষকের বিরুদ্ধে কঠোর (SIR 2025) পদক্ষেপ গ্রহণ করবে নির্বাচন কমিশন। তাঁদেরকে চাকরি থেকে সাসপেন্ড করার মতো কড়া সিদ্ধান্ত কমিশন নিতে পারে।
বুধবার রাজ্যের সমস্ত জেলার প্রশাসনকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে নির্দেশ পাঠানো হয়েছে, ৩০ অক্টোবর দুপুর ১২টার মধ্যে যে সমস্ত বিএলও দায়িত্ব গ্রহণ করবেন না, তাঁদের নামের তালিকা ও বিস্তারিত তথ্য কমিশনে পাঠাতে হবে। ১৪৩ জন শিক্ষক এখনও বিএলও-র কাজে যোগ দেননি।এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, নির্বাচন কমিশন এখনও একটি সাংবিধানিক সংস্থা বলেই জানি। এবং নির্বাচন ও নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত কাজে রাজ্য সরকার তথা বিদ্যালয় শিক্ষা এবং উচ্চ শিক্ষা বিভাগের নিয়ম অনুযায়ী, কমিশন ও বিভাগের পরস্পরকে যথোপযুক্ত সহায়তা করার কথা। অথচ বিএলও সংক্রান্ত কোনও সুস্পষ্ট নির্দেশিকা বা কমিউনিকেশন, কিছুই কমিশন এখনও করেনি।

No comments