" লড়াইতো কোনো দিন করেনি, আমরা লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী মন্ত্রী করেছিলাম।লড়াই করা জানতে হবে।২০১১ সালে আমরা কিছু করে দেওয়ার পরে ফাঁকা মাঠে পুলিশ নিয়ে চলে এসেছো হাত নাড়তে।'এ হচ্ছে কার্বাইডে পাকানো মাল…
" লড়াইতো কোনো দিন করেনি, আমরা লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী মন্ত্রী করেছিলাম।লড়াই করা জানতে হবে।২০১১ সালে আমরা কিছু করে দেওয়ার পরে ফাঁকা মাঠে পুলিশ নিয়ে চলে এসেছো হাত নাড়তে।'এ হচ্ছে কার্বাইডে পাকানো মাল' এই ধনের মন্তব্য সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নন্দীগ্রামে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন এসে বলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি এস আই আর নিয়ে বলেন, অন্যান্য রাজ্যে হয়েছে কোনো বাধা নেই এই রাজ্যে পিসি ভাইপোর কেনো সমস্যা হচ্ছে। ভুয়ো, মৃত ভোটার কেন থাকবে৷ কেন বাংলাদেশীদের নাম ভোটার তালিকায় থাকবে। বর্তমান সময়ে যে কোনো ঘটনায় মৃত্যু হলে ওরা সাজিয়ে দেওয়ার চেস্টা করবে এস আই আর এর জন্য মৃত্যু হয়েছে।আর আগে ২০০০ সালেও এস আই হয়েছে তাতে ২৬ লক্ষ মৃত ভোটার বাদ গিয়েছিলো। মৃত ও ভুয়ো ভোটার থাকলে সুবিধে হয়। সমমে সময়ে পোষাক বদল করে ভোট দেওয়ার। যেমন নন্দীগ্রামে করে থাকে। এব আর চলবে না। এস আই আর হলে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হবে।ফলে ভয় পাচ্ছে তৃণমূল।

No comments