Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

কলকাতা গামী পর্যটকদের গাড়ির সঙ্গে দীঘাগামী পর্যটক এর গাড়ির মুখোমুখি সংঘর্ষ,--মারাত্মক দুর্ঘটনার পরেও প্রযুক্তির গাড়ি থাকায় প্রাণে বাঁচলো মালিক , মৃত্যু চালকের

আবারো দীঘা নন্দকুমার জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু। আবারো দীঘা নন্দকুমার জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু। দীঘা নন্দকুমার জাতীয় সড়কে হেড়িয়া হাসপাতাল এর কাছে দুটি পর্যটকের গাড়ির মুখোমুখি সংঘর্ষ। কলকাতা গামী পর্যট…

 


আবারো দীঘা নন্দকুমার জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু। আবারো দীঘা নন্দকুমার জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু। দীঘা নন্দকুমার জাতীয় সড়কে হেড়িয়া হাসপাতাল এর কাছে দুটি পর্যটকের গাড়ির মুখোমুখি সংঘর্ষ। কলকাতা গামী পর্যটকদের গাড়ির সঙ্গে দীঘাগামী পর্যটক এর গাড়ির মুখোমুখি সংঘর্ষ । এই ঘটনার ফলে কলকাতা গামী পর্যটকের গাড়ির চালকের মৃত্যু হয়। ওই গাড়িতে থাকা আরো চারজনকে হেঁড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়।

 মুখোমুখি দুটি গাড়ি সংঘর্ষের জেরে রাস্তার পাশে যাওয়ার টোটোও দুর্ঘটনার কবলে পড়ে।

বুবাই দাস নামে চালকের মৃত্যু হয় । আহতরা সকলেই কলকাতার দমদমের বাসিন্দা। দিঘার দিকে যাওয়া গাড়িতে থাকা পর্যটক জানান, তারা তাদের সাইডে যাচ্ছিল, অপরদিক থেকে দ্রুত গতিতে গাড়ি এসে তাদেরকে ধাক্কা মারে ,এয়ার ব্যাগ খুলে যাওয়ায় তারা প্রাণের রক্ষা পান এবং কিন্তু পাশে বসে থাকা গাড়ির চালকের মৃত্যু হয় ।এমনকি তাদের গাড়ির পেছনে থাকা টোটো এসে তাদের গাড়িতে ধাক্কা মারে।

No comments