Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

রহস্যজনকভাবে মৃত্যু হল তমলুকে অ্যানাস্থেটিস্ট ডাক্তারি তরুণীর

ডাক্তার লুটিয়ে পড়ল মায়ের সামনে ।পেশায় অ্যানাস্থেটিস্ট চিকিৎসক কাঁথি মহকুমা হাসপাতালের আগে ২ বছর তমলুক হাসপাতালে কর্মরত ছিলেন। কাঁথি মহকুমার হাসপাতালে দায়িত্বে থাকার পাশাপাশি বিভিন্ন বেসরকারি নার্সিংহোমগুলির সঙ্গেও যুক্ত ছিলে…



 ডাক্তার লুটিয়ে পড়ল মায়ের সামনে ।পেশায় অ্যানাস্থেটিস্ট চিকিৎসক কাঁথি মহকুমা হাসপাতালের আগে ২ বছর তমলুক হাসপাতালে কর্মরত ছিলেন। কাঁথি মহকুমার হাসপাতালে দায়িত্বে থাকার পাশাপাশি বিভিন্ন বেসরকারি নার্সিংহোমগুলির সঙ্গেও যুক্ত ছিলেন। ঠিক কী কারণে ওই মহিলা চিকিৎসকের মৃত্যু হয়েছে, তা নিয়ে রয়েছে চরম ধোঁয়াশা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, ময়নাতদন্তে রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।মৃত তরুণী ডাক্তারের নাম শালিনী দাস। উত্তর ২৪ পরগনার দমদমের বাসিন্দা ।চিকিৎসার সূত্রে তমলুকে মায়ের সাথে থাকা ।ওই ডাক্তার গত তিন মাস ধরে পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমা হাসপাতালে কর্মরত ছিলেন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল ৭টা নাগাদ বাড়ি থেকে পেশাগত কাজের জন্য বেরিয়েছিলেন শালিনী দাস। প্রথমে তিনি গিয়েছিলেন মহিষাদলের একটি বেসরকারি নার্সিংহোমে। সেখান থেকে তমলুকের একটি বেসরকারি নার্সিংহোম যান। সেখান থেকে বাড়ি ফেরেন সকাল ১১টা নাগাদ। ফিরে আসার পরে তাঁর মা দেখেন মেয়ের হাতে চ্যানেল করা রয়েছে। কিন্তু যখন বাড়ি থেকে বেরিয়েছিলেন তখন হাতে কোনও চ্যানেল ছিল না বলে অভিযোগ শালিনীর মায়ের। তাঁর দাবি, বাড়ি ফেরার পরেই হঠাৎ শালিনী মাটিতে পড়ে যান। সঙ্গে সঙ্গে হাতের চ্যানেল থেকে রক্ত বেরোতে থাকে। ওই অবস্থায় দ্রুত তাঁকে বাড়ির পাশেই একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শালিনীর অবস্থা আশঙ্কাজনক বলে তমলুক হাসপাতালে রেফার করে দেওয়া হয়। তমলুক হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মৃত্যু হয় ডাক্তারের।শুরু হয়েছে তদন্ত প্রক্রিয়া ,পোস্টমর্টেমের পর আসল তথ্য উঠে আসবে ।

No comments