Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

হলদিয়ায় ২০০ কেজি বা নিষিদ্ধ বাজি উদ্ধার ,গ্রেফতার ১,পুলিশের লাগাতর অভিযান

নিষিদ্ধ বাজির বিরুদ্ধে জেলার বিভিন্ন প্রান্তে পুলিশের লাগাতর অভিযান।নিষিদ্ধ শব্দবাজি রুখতে কড়া পুলিশ প্রশাসন ।হলদিয়া ভবানীপুর থানা এলাকা থেকে হলদিয়ার এসডিপিও অরিন্দম অধিকারীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নিয়ে প্রচুর সংখ্যক শব্…

 


নিষিদ্ধ বাজির বিরুদ্ধে জেলার বিভিন্ন প্রান্তে পুলিশের লাগাতর অভিযান।নিষিদ্ধ শব্দবাজি রুখতে কড়া পুলিশ প্রশাসন ।হলদিয়া ভবানীপুর থানা এলাকা থেকে হলদিয়ার এসডিপিও অরিন্দম অধিকারীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নিয়ে প্রচুর সংখ্যক শব্দবাজি উদ্ধার করল পুলিশ । কালী পুজোর আগে বিপুল পরিমাণ শব্দবাজি সহ একজনকে গ্রেফতার করলো হলদিয়ার ভবানীপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে হলদিয়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের বজ্রবিনোদচক থেকে প্রায় ২০০ কেজি শব্দবাজি এবং বাজি তৈরির মশলা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম পুলক সাঁতরা। ভবানীপুর থানার আইসি ইমরান মোল্লা বলেন, 'ধৃত ব্যক্তি স্টেশনারি দোকানের আড়ালে বিপুল পরিমাণ শব্দবাজি মজুত রেখে ব্যবসা করছিল।গোপন সূত্রে খবর পেয়ে আমরা হানা দিয়ে ধৃতকে গ্রেফতার করেছি ।"

বিগত বেশ কয়েক বছরে এগরার খাদিকূল,পাঁশকুড়া, কোলাঘাট মহিষাদলে বিভিন্ন সময়ে ভয়াবহ বাজি বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন একাধিক। নিষিদ্ধ বাজির বিরুদ্ধে অভিযানে তৎপর পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। বিগত কয়েক দিন ধরেই পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন থানার উদ্যোগে একাধিক জায়গায় এই বাজি অভিযান চলছে।শব্দবাজি,মশলা সহ সামগ্রী উদ্ধার গ্রেফতার ৯ জনের বেশি গ্রেফতার। কাঁথি সহ জেলা জুড়ে অভিযানে উদ্ধার ৩টনের কাছাকাছি সামগ্রী।পুলিশ জানিয়েছে, গত সাত দিনেই এক টন বা হাজার কিলোর বেশি নিষিদ্ধ বাজি ও বাজি তৈরির কাঁচামাল উদ্ধার করা হয়েছে। এগরা থানার পুলিশ এখনও পর্যন্ত ৭ লক্ষ টাকার বাজি বাজেয়াপ্ত করেছে, তমলুক থানায় ২৫০ কিলো, নন্দকুমারে ৭৫০ কিলো- সহ আরও বিভিন্ন থানায় বাজি উদ্ধার চলছে।

No comments