Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

পুজোমণ্ডপে সেভ লাইফ সেভ ড্রাইভের প্রশংসার শিরোনামে পূর্ব মেদিনীপুর জেলার সেরা ৩ ক্লাব

শারদ উৎসব যে সমস্ত পুজো কমিটি গুলো সেভ লাইফ সেভ ড্রাইভ নিয়ে প্রচুর পরিমাণে প্রচার করেছে,তাদের পুরস্কৃত করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ।তমলুক মানিকতলায় শুক্রবার এক অনুষ্ঠানের মাধ্যমে ৩টি পুজো কমিটিকে পুরস্কৃত করা হয় ।রাজ্যের ম…

 


শারদ উৎসব যে সমস্ত পুজো কমিটি গুলো সেভ লাইফ সেভ ড্রাইভ নিয়ে প্রচুর পরিমাণে প্রচার করেছে,তাদের পুরস্কৃত করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ।তমলুক মানিকতলায় শুক্রবার এক অনুষ্ঠানের মাধ্যমে ৩টি পুজো কমিটিকে পুরস্কৃত করা হয় ।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পূর্ব মেদিনীপুর জেলা জেলা পুলিশের সম্মানপত্র প্রদান অনুষ্ঠান ।পাঁশকুড়ার পীতন্দা বীরাঙ্গনা সংঘ,রামনগর অগ্নিবীণা ক্লাব ,দুর্গাচকে নবারণ সংঘ কে ট্রফি সহ মানপত্র তুলে দেওয়া হয় ।এছাড়া প্রত্যেককে ৪৫ হাজার টাকার চেক করে দেওয়া হয় ।এছাড়া রোধ বৃষ্টি জলে যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার কাজ করে ,তাদের মধ্যে ২৬ জন সিভিক ভলেন্টিয়ার কে সম্বর্ধনা দেওয়া হয় ।সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য ,অ্যাডিশনাল এসপি নিখিল আগারওয়াল ,এডিশনাল এসপি ট্রাফিক শ্যামল মন্ডল প্রমূখ ।

No comments