ভীষণ শৈত্যপ্রবাহ ডিসেম্বরে ,শীত কামড়ে কামড়ে ধরবে বাঁকুড়াকে ।আবাহাবিদদের দাবি ,এবছর ব্যাপক শীত পড়বে ।২০২৫-২৬ সালের আসন্ন শীতে লা নিনা ও ঋণাত্মক আই ও ডি এর প্রভাবে বাঁকুড়া জেলায় মারাত্মক ঠাণ্ডা পড়ার সম্ভাবনা রয়েছে। ভীষণ শৈত…
ভীষণ শৈত্যপ্রবাহ ডিসেম্বরে ,শীত কামড়ে কামড়ে ধরবে বাঁকুড়াকে ।আবাহাবিদদের দাবি ,এবছর ব্যাপক শীত পড়বে ।২০২৫-২৬ সালের আসন্ন শীতে লা নিনা ও ঋণাত্মক আই ও ডি এর প্রভাবে বাঁকুড়া জেলায় মারাত্মক ঠাণ্ডা পড়ার সম্ভাবনা রয়েছে। ভীষণ শৈত্যপ্রবাহ সহ হাড় কাঁপানো জম্পেশ শীত পড়তে পারে বাঁকুড়া জেলায়। বাঁকুড়ার বিহারীনাথ ও শুশুনিয়া পাহাড়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ৩-৫°সে এর আশেপাশে। বাকি অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ৫-৭°সে এর আশেপাশে। ২০২৫-২৬ সালের শীতে বাঁকুড়ার প্রচণ্ড শীত ও শৈত্যপ্রবাহ বাঁকুড়া ভ্রমণকে আরো আকর্ষণীয় করে তুলবে বঙ্গবাসীর কাছে।।

No comments