ভয়াবহ পথ দুর্ঘটনা,আহত অনেক শ্রমিক । কারখানার শ্রমিক বোঝাই বাসের সাথে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ । দুপুর একটা নাগাদ ঘটনাটি ঘটেছে ব্রজলালচকের, দোকান গড়া বাস স্টপেজের কাছে।বাস দুর্ঘটনায় আহতের সংখ্যা অনেক ।জানতে পারা যায় ,শ্রম…
ভয়াবহ পথ দুর্ঘটনা,আহত অনেক শ্রমিক । কারখানার শ্রমিক বোঝাই বাসের সাথে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ । দুপুর একটা নাগাদ ঘটনাটি ঘটেছে ব্রজলালচকের, দোকান গড়া বাস স্টপেজের কাছে।বাস দুর্ঘটনায় আহতের সংখ্যা অনেক ।জানতে পারা যায় ,শ্রমিক বোঝাই বাসটি টাটা স্টিল কোম্পানির বাস । বাসটি কাপাসএরিয়ার দিকে যাচ্ছিল ।পেছনে একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ।সামনের দিক থেকেও একটি ডাম্পার এসে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে ধাক্কা মারে ।ফলে বাসটি দুমড়ে মুড়ে যায় ।স্থানীয়রা ছুটে গিয়ে যাত্রীদের উদ্ধার করে ।তবে হতাহতের কোন খবর নেই ।

No comments