Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

দীঘা যাবার সোজা রাস্তা বন্ধ ,মারিসদার কাছে ভেঙে পড়ল ব্রিজ,কিভাবে পৌঁছাবেন জেনে নে

শনিবার দুপুর ১টা নাগাদ আচমকাই মারিশদার ব্রিজের একটা অংশ ভেঙে পড়ে।দিঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে মারিশদা থানা সংলগ্ন এলাকায় ধসে গেল ব্রিজের একাংশ। বিশাল গর্ত হয়ে যায়। এর জেরে রাস্তার দু’পাশে আটকে পড়ে একাধিক বাস ও লরি। ঘটনা…

 


শনিবার দুপুর ১টা নাগাদ আচমকাই মারিশদার ব্রিজের একটা অংশ ভেঙে পড়ে।দিঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে মারিশদা থানা সংলগ্ন এলাকায় ধসে গেল ব্রিজের একাংশ। বিশাল গর্ত হয়ে যায়। এর জেরে রাস্তার দু’পাশে আটকে পড়ে একাধিক বাস ও লরি। ঘটনাস্থলে পৌঁছয় মারিশদা থানার পুলিশ। গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয় ব্রিজের ভেঙে পড়া অংশ। দীঘা যাওয়ার জন্য এই ব্রিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাস্তার দু’পাশে দীর্ঘ যানজট। পণ্যবাহী গাড়ি, অন্যান্য গাড়িও আটকে পড়ে রাস্তায়। দিঘাগামী পর্যটকদের বহু গাড়ি আটকে পড়ে। আপাতত এই পথ দিয়ে দিঘা যাওয়া যাবে না।পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম ব্যস্ততম পথ, যা দিঘা ও কলকাতার মধ্যে গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগের মাধ্যম।ঘটনাস্থলে যান কাঁথির এসডিপিও দিবাকর দাস। প্রচুর পুলিশ ও সিভিল ডিফেন্স কর্মী মোতায়েন করা হয়।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজের সংস্কার বা রক্ষণাবেক্ষণের কোনও কাজ হয়নি। ভারী ট্রাক ও লরির অবিরাম চলাচলের ফলেই ব্রিজ দুর্বল হয়ে পড়েছিল।বর্তমানে ঘুরপথে পৌঁছাতে হবে দিঘায় । জেনে নেন কিভাবে পৌঁছাবেন ।

কোলাঘাট থেকে দিঘার দিকে: যানবাহনগুলিকে বাজকুল (ভূপতিনগর থানা ) এবং হেড়িয়া (খেজুরি থানা) থেকে এগরার দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং সেখান থেকে দিঘা এবং কন্টাইয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।অতিরিক্ত পুলিশ সুপার (ট্র্যাফিক) শ্যামল মণ্ডলের জানায় , ‘মারিশদা থানা এলাকার লোকাল বোর্ডের কাছে জাতীয় সড়ক ১১৬বিতে একটি কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে পড়েছে। তাই রাস্তাটি সম্পূর্ণ রূপে বন্ধ, সমস্ত যানবাহন চলাচল ব্যাহত হয়েছে।গুরু পথে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে ।’

No comments