পিতৃপক্ষের অবসান দেবিপক্ষের শুরু। শুভ মহালয়ার দিনে প্রতিবছরের ন্যায় এ বছরও একইভাবে ভগবানপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রম কাছাকাছি প্রতিটি গ্রামের দুস্থ মানুষের কাছে পৌঁছে যাওয়ার যে প্রয়াস সব সময় নিয়…
পিতৃপক্ষের অবসান দেবিপক্ষের শুরু। শুভ মহালয়ার দিনে প্রতিবছরের ন্যায় এ বছরও একইভাবে ভগবানপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রম কাছাকাছি প্রতিটি গ্রামের দুস্থ মানুষের কাছে পৌঁছে যাওয়ার যে প্রয়াস সব সময় নিয়েছে তার আজও ব্যতিক্রমী হয়নি। মহালয়ার দিন ৬০০ দুস্থ মহিলার হাতে পুজোর নতুন শাড়ি উপহার হিসেবে তুলে দেওয়া হয়। তাছাড়া কয়েকদিন আগেও আমরা প্রায় ৩০০ মহিলার হাতে নতুন শাড়ি তুলে দিয়েছিলাম। প্রতিবছর মহালয়ার দিন সারা বছরের সংগৃহীত পুরনো জামাকাপড় যা খুবই ভালো ভাবে ব্যবহার করা যায় এবং পোশাক পরিচ্ছদ প্রায় আড়াই হাজার মানুষ সকাল থেকে তাদের পছন্দমত পোশাক বস্তায় করে নিয়ে বাড়ি ফিরেছে। আগামী দিনেও আমরা এই ধরনের পরিষেবা মানুষের কাছে আশা করি পৌঁছে দিতে পারব।
তাছাড়া আজ আশ্রমের আবাসিকরা এক সুন্দর আনন্দঘন সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দেবী মহামায়া আগমনী সুরে গান নাচ পরিবেশন করে। আশ্রমের প্রচুর শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন। তারা এই ধরনের অনুষ্ঠান দেখে খুবই আপ্লুত। আবাসিকদের শুভেচ্ছা জানায় এবং পূজোর দিনগুলি সবার যাতে ভালো কাটে সেই কামনা করেন।

No comments