মহালয়ার দিন সোনাচূড়াতে শহীদ মিনারের সামনে নন্দীগ্রাম জমি আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে উপহার সামগ্রী তুলে দিলেন শুভেন্দু অধিকারী। এরপর তিনি বলেন,এই শহীদ মিনার বা আত্ম বলিদান না হলে এই পিতৃপক্ষে কাঁচি নিয়ে হিজাব পরে দুর্গা…
মহালয়ার দিন সোনাচূড়াতে শহীদ মিনারের সামনে নন্দীগ্রাম জমি আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে উপহার সামগ্রী তুলে দিলেন শুভেন্দু অধিকারী। এরপর তিনি বলেন,এই শহীদ মিনার বা আত্ম বলিদান না হলে এই পিতৃপক্ষে কাঁচি নিয়ে হিজাব পরে দুর্গাপূজা উদ্বোধন করছেন তিনি মুখ্যমন্ত্রী হতে পারতেন না। ২০২১ সালে মমতা ব্যানার্জি হেরে যা পালিয়েছে তারপর থেকে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। নন্দীগ্রামে ১০ই নভেম্বর ২০০৭ সালে নিখোঁজ পরিবারদের আইনি লড়াই করে ছয় মাস আগে হাইকোর্টের অর্ডারে ডেত সার্টিফিকেট নিতে হয়েছে। এটাই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী নন্দীগ্রামের শহীদ পরিবারকে উপহার দিয়েছে। একটা ডেথ সার্টিফিকেট দেয়নি হাইকোর্ট করতে হয়েছে ল ইয়ার দিতে হয়েছে, ল ইয়ারের খরচ আপনাদের এই ছোট সেবক শুভেন্দু অধিকারী কে দিতে হয়েছে। তারপর তারা ডেথ সার্টিফিকেট পেয়েছে।
গতকাল পাঁশকুড়ার সুপার স্পেশালিটি হাসপাতালে এসে জাতীয় মহিলা কমিশনের সদস্য ড: অর্চনা মজুমদারের কাছে ৪১ জন নির্যাতনের অভিযোগ করেছেন। অসুস্থ হয়ে ছুটি নিলে জাহির আব্বাস খান তাকে কাজ থেকে ছাড়িয়ে দিত বলে অভিযোগ করেন সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন ভয়াবহ যে অত্যাচারের চিত্র সামনে এসেছে, এটা স্বাধীন ভারতের লজ্জা, এইজন্য বিজেপি সরকার দরকার এদেরকে কোর্ট জেল পর্যন্ত পাঠানো যাবে না তার আগে হিসাব করতে হবে জমা দিতে হবে খরচ করতে হবে ২৪ ঘন্টার মধ্যে।।

No comments