আহত দক্ষীণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার হলদিয়া ডিপোর কন্ডাকটর ।আহত হলদিয়া ডিপোর কন্ডাকটর দেবিদাস চক্রবর্তী। বাসস্ট্যান্ডে কন্ডাক্টার কে টেনে হিজড়ে নামিয়ে মারধর করে, তার সোনার চেইন এবং টাকা-পয়সা নিয়ে পালায় বলে অভিযোগ ।জানা য…
আহত দক্ষীণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার হলদিয়া ডিপোর কন্ডাকটর ।আহত হলদিয়া ডিপোর কন্ডাকটর দেবিদাস চক্রবর্তী। বাসস্ট্যান্ডে কন্ডাক্টার কে টেনে হিজড়ে নামিয়ে মারধর করে, তার সোনার চেইন এবং টাকা-পয়সা নিয়ে পালায় বলে অভিযোগ ।জানা যায় ,১০:০৫ মিনিটে ধমর্তলা হইতে বাস ছেড়ে হলদিয়া আসার উদ্দেশ্যে রওয়া দিয়ে আসার সময় বাসে কম যাত্রী থাকার ফলে রাধামণীতে যাত্রী হাত দেখায় ।বাস দাড় করিয়ে তাদের বাসে তুলার ফলে ২ মিনিট বাস লেট করে। বাসে থাকা একজন যাত্রী নাম তার আমিন আলী খান, বাসের ডাইভার সুনীল প্রধান কে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তাতে কন্ডাকটর প্রতিবাদ করলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বাস থেকে নেমে দেখে নেওয়ার হুমকি দেয়। ঐ ব্যাক্তি যে বাস স্টপেজ এ নামবে ভবানীপুর এস বি এস টি সি বাস ডিপো সংলগ্ন কালি মন্দির বাস স্টপেজে নামবেন ।ফোন করে আগে থেকে প্রায় ১৫-১৬ জন কে ডেকে দাড় করিয়ে রাখে ।কালিমন্দির বাস স্টপেজ এ বাস দাড়া মাত্রই ঐ যাত্রী বাসের দরজা সম্মুখে থাকা কন্ডাকটর কে ধাক্কা মেরে বাস দিয়ে নামায়। ঐ স্টপেজ থাকা তার স্ত্রী সাবেরা বিবি ও পুত্র আলাউদ্দিন খান কলাট ধরে নামিয়ে বেধরক মারতে থাকে। তাদের সাথে থাকা আরও প্রায় ১২-১৩ জন তারাও মারতে থাকে।কাছে থাকা প্রায় ৪৫০০/- টাকা সহ গোলায় থাকা সোনার চেন ছিনিয়ে নেয় বলে অভিযোগ ।ঐ কন্ডাকটর বাচার জন্য চিৎকার করলে পাশে থাকা ক্লাবের ছেলেরা এসে উদ্ধার করে এবং তারা থানায় খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে। পুলিশ অভিযুক্তদের মধ্যে থাকা ঐ ব্যাক্তির স্ত্রী ও পুত্র কে ধরে থানায় নিয়ে যায়। পরে প্রশাসনের সহযোগিতা উদ্ধার হয়ে হলদিয়া মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় । ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করা হয় ।হলদিয়া ডিপোর আই. এন. টি. টি. ইউ. সির সম্পাদক অনুপ কুমার দাস এই ঘটনার তীব্র নিন্দা করেন এবং অপরাধীরা যাহাতে কঠোরতম শাস্তির দাবি জানায় ।

No comments