হলদিয়া শালুকখালি প্রকল্পের ভার্চুয়াল শিলান্যাস করেন গুজরাটের ভাবনগর বন্দর থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।বিগত ১৪ বছর আগেও ডক ২ প্রকল্পের শিলান্যাস এখানেই হয়েছিল।প্রায় দেড় দশক পরে আবারও শিলান্যাস করা হলো । ২৬০ কোটি…
হলদিয়া শালুকখালি প্রকল্পের ভার্চুয়াল শিলান্যাস করেন গুজরাটের ভাবনগর বন্দর থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।বিগত ১৪ বছর আগেও ডক ২ প্রকল্পের শিলান্যাস এখানেই হয়েছিল।প্রায় দেড় দশক পরে আবারও শিলান্যাস করা হলো । ২৬০ কোটি টাকা নতুন প্রকল্প,হলদিয়া বন্দরের মাথায় নতুন পালক!লিকুইড ন্যাচারাল গ্যাস অর্থাৎ এলএনজি টার্মিনালের শিলান্যাস হয়। এত বড় প্রকল্পের শিলান্যাস হলেও সেখানে দেখানি স্থানীয় হলদিয়ার বিধায়িকা থেকে তমলুকের সাংসদের । কোন দেখা মেলেনি জনপ্রতিনিধিদের । স্থানীয় এলাকাবাসীরাও কিছুই জানলেন না । এই প্রকল্পে প্রায় ২৬০ কোটি টাকা ব্যয় হুগলি নদীর তীরে শালুকখালীতে এই প্রকল্প গড়বে একটি বেসরকারি সংস্থা। এই প্রকল্পের ভার্চুয়াল শিলান্যাস করেন নরেন্দ্র মোদি।
প্রথম পণ্য লোডিং আল লোডিং এর মধ্য দিয়ে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া বন্দর গড়ে উঠেছিল ১৯৬৯ সালে ১লা নভেম্বর হলদিয়া এ্যাংকারেজে । সেই বন্দর ধীরে ধীরে সারা ভারত বর্ষের অন্যতম বন্দর হিসেবে আত্মপ্রকাশ করেছে। হলদিয়া বন্দরের অনেকগুলি টার্মিনাল রয়েছে । ২০ সেপ্টেম্বর শনিবার হলদিয়া বন্দরের জমিতে নতুন লিকুইড ন্যাচারাল গ্যাস অর্থাৎ এলএনজি টার্মিনালের শিলান্যাস হয়।
হলদিয়া বন্দরের নতুন ডক টু প্রকল্প শিলান্যাস হয়েছিল প্রায় ১৪ বছর আগে । দেড় দশক ধরে টালবাহানার পর সেই প্রকল্প বাতিল করে বন্দর কর্তৃপক্ষ। ডক টু বন্দরের সেই জায়গায় নতুন করে ২৬০ কোটি টাকার ব্যয়ে এলএনজি টার্মিনাল শিলান্যাস করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই শিলান্যাস অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক এবং সাংসদকে দেখতে পাওয়া যায়নি। তবে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন উনাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু কেন আসেনি সেটা তাদের ব্যাপার। নতুন এই প্রকল্পে এলাকার মানুষ কাজ পাবে সেই আশায় এখন বুক বাঁধছে স্থানীয় যুবকরা। শালুকখালি শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া বন্দরের প্রশাসনিক আধিকারিক বৃন্দ।

No comments