Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

সুতাহাটা ব্লকে রামচন্দ্রপুরে গার্লস হাই মাদ্রাসার ভোট প্রার্থীদের নমিনেশন জমা

সুতাহাটা ব্লকের অন্তর্গত রামচন্দ্রপুর মসনদ ই আলা গার্লস হাই মাদ্রাসার ভোট । তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শাসক দলের মনোনীত প্রার্থীরা নমিনেশন জমা করলেন । মিছিল করে প্রায় 6 জন প্রার্থী আজ নমিনেশন জমা দিলেন। উপস্থিত ছিলেন হলদিয়া …

 


সুতাহাটা ব্লকের অন্তর্গত রামচন্দ্রপুর মসনদ ই আলা গার্লস হাই মাদ্রাসার ভোট । তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শাসক দলের মনোনীত প্রার্থীরা নমিনেশন জমা করলেন । মিছিল করে প্রায় 6 জন প্রার্থী আজ নমিনেশন জমা দিলেন। উপস্থিত ছিলেন হলদিয়া বিধানসভার বিধায়িকা তাপসী মন্ডল, সুতাহাটা ব্লকের বর্ষিয়ান নেতা রফিকুল হাসান এবং অভিষেক দাস , গোলাম মোর্তোজা , সাবির উদ্দিন , শোভন দেব পণ্ডা ও অন্যান্য নেতৃত্বরা সর্বোপরি সকল কর্মী বন্ধুরা ।

No comments