স্ট্রেট লেবেল কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ সৈকত কাপ ২০২৫ অনুষ্ঠিত হলো দীঘায় । গত শনি ও রবিবার ২০০ অধিক প্রতিযোগী অংশগ্রহণ করে এই ইভেন্টে ।পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরসহ আরও অনেক ডিস্ট্রিক্ট অংশগ্রহণ করেছিল ।এছাড়া ছিল কলকাতা…
স্ট্রেট লেবেল কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ সৈকত কাপ ২০২৫ অনুষ্ঠিত হলো দীঘায় । গত শনি ও রবিবার ২০০ অধিক প্রতিযোগী অংশগ্রহণ করে এই ইভেন্টে ।পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরসহ আরও অনেক ডিস্ট্রিক্ট অংশগ্রহণ করেছিল ।এছাড়া ছিল কলকাতা ঝাড়গ্রাম দুই বর্ধমান হুগলি নর্থ ২৪ পরগনা সাউথ ২৪ পরগনা শিলিগুড়ি মালদা আলিপুরদুয়ার তথা আরো ডিসট্রিক্ট। টোটাল পার্টিসিপেন্ট ছিল ২০৭ জন. ।. এটি কিংবক্সিং গেম এখানে টোটাল সাত রকমের খেলা ছিল ।বিভিন্ন স্টুডেন্টরা বিভিন্ন রকম খেলাতে অংশগ্রহণ করেছিল।. পূর্ব মেদিনীপুর স্পোর্টস কিকবক্সিং এসোসিয়েশন সব থেকে বেশি মেডেল জয়লাভ করে উইনার হয়েছে. ।বেশিরভাগ স্টুডেন্টরা দুটো করে ইভেন্ট পার্টিসিপেট করেছিল। এই ডিস্ট্রিক্ট থেকে ৫০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছিল তার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ২৭ জন দ্বিতীয় স্থান অধিকার করেছে ১১ জন ।তৃতীয় স্থান অধিকার করছে। 12 জন..
. এরমধ্যে কিছু উল্লেখযোগ্য প্লেয়ার ছিল। শ্রুতি স্কুলে যারা স্পেশাল চাইল্ড তারাও এখানে অংশগ্রহণ করে জয়লাভ করেছে.। এই অনুষ্ঠানটি পুরোটি পরিচালনা করেছেন পূর্ব মেনদিপুর স্পোর্টস কিক বক্সিং অ্যাসোসিয়েশন । দীঘায় উপস্থিত ছিলেন সংস্থার সেক্রেটারি বিধান জানা, মানস দাস, এসকে আকবর, রুমিও মন্ডল অন্যান্যরা ।

No comments