বিজেপির পরিচিতি পর্বে তমলুক লোকসভার পূর্ণাঙ্গ কমিটির রুপরেখা তৈরি হয় । নতুন তৈরি হওয়া কমিটি দেখে আদি বিজেপিরা হতাশ,হারাচ্ছে মনোবল ।বিজেপি নেতৃত্বের একাংশের দাবি, সেই কমিটিতে দেখা গিয়েছে, ২০২১ সালে যারা ‘দাদার অনুগামী’ হিসেবে ব…
বিজেপির পরিচিতি পর্বে তমলুক লোকসভার পূর্ণাঙ্গ কমিটির রুপরেখা তৈরি হয় । নতুন তৈরি হওয়া কমিটি দেখে আদি বিজেপিরা হতাশ,হারাচ্ছে মনোবল ।বিজেপি নেতৃত্বের একাংশের দাবি, সেই কমিটিতে দেখা গিয়েছে, ২০২১ সালে যারা ‘দাদার অনুগামী’ হিসেবে বিজেপিতে যোগ দিয়েছিলেন, তাঁরা বুথ বা মণ্ডল সভাপতি না হয়ে সরাসরি জেলা সহ সভাপতি হয়ে যাচ্ছেন।মহিষাদলের বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়, যিনি গত বিধানসভায় বিজেপির প্রার্থী ছিলেন, তিনি জেলা সহ সভাপতির পদ খুইয়েছেন। গত বিধানসভার ভোটে সামান্য কয়েকটি ভোটে হারতে হয় তৃণমূলের তিলক চক্রবর্তীর কাছে ।প্রার্থী বিশ্বনাথকে সাধারণ সদস্য করে রেখে দেওয়া হয়েছে । এছাড়াও পদ হারিয়েছেন ময়নার আশিস মণ্ডল। ময়নার দাপুটে বিজেপি নেতা হিসেবে পরিচিত আশিস মণ্ডল তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি ছিলেন। তমলুক পঞ্চায়েত সমিতির বিরোধী দলের নেতা হিসেবেও তিনি কাজ করছেন।তিনিও পদ খুইয়ে সাধারণ সদস্য হয়েছেন ।তিনি বলেন, “দলীয় সিদ্ধান্ত তিনি মেনে নিচ্ছেন, কারণ তিনি আদি বিজেপির সদস্য। যারা বিজেপির আদি কর্মী তাদের মনে আঘাত দিয়ে ভাল কিছু হওয়া সম্ভব নয়। তিনি দারু দাবি বিজেপির কাছে ,, যারা দলের পুরনো সৈনিক তাদের যথেষ্ট সম্মান দেওয়া হোক।”নন্দকুমার ব্লকের এক প্রাক্তন তৃণমূল প্রধান ভবেশ বর্মণ ২০২১-এ বিজেপিতে যোগ দেন। নব প্রকাশিত তালিকায় তাঁকে জেলার সহ-সভাপতি করা হয়েছে। বাদ পড়েছেন জিমুত মাইতি।আদি বিজেপির নেতৃত্বদের সরিয়ে রাখা হচ্ছে ।প্রাক্তন মন্ত্রী বর্তমানে তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র বলেন, “যারা তৃণমূলে আসবেন, রাজ্য নেতৃত্বের অনুমতিতে তাদের অবশ্যই দলে স্বাগত জানানো হবে।”তৃণমূলের কিছু ভুল সিদ্ধান্তে ভারতীয় জনতা পার্টিতে গিয়েছেন অনেকে। বিক্ষুব্ধ নেতারা তৃণমূলে ফিরবেই। এমনটাই ইঙ্গিত দিয়েছেন তিনি।

No comments