Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

শশুরের বিয়েতে অমত ,ধারালো অস্ত্র দিয়ে শ্বশুরের হাত কেটে দিল গুণধর হবু জামাই

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভগবানপুর থানা এলাকার শিমুলিয়া গ্রামে।পুরনো আক্রোশের জেরেই বারবার আক্রমণ করত জামাই এমনটাই অভিযোগ স্থানীয় সূত্রে। উল্লেখ্য নন্দ বর্মন অর্থাৎ অভিযুক্ত কয়েক বছর আগে শিক্ষক গোকুল গুড়িয়ার মেয়েকে পালিয়ে …

 


মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভগবানপুর থানা এলাকার শিমুলিয়া গ্রামে।পুরনো আক্রোশের জেরেই বারবার আক্রমণ করত জামাই এমনটাই অভিযোগ স্থানীয় সূত্রে। 

উল্লেখ্য নন্দ বর্মন অর্থাৎ অভিযুক্ত কয়েক বছর আগে শিক্ষক গোকুল গুড়িয়ার মেয়েকে পালিয়ে বিয়ে করেছিলেন এবং যখন বিয়ে করেছিলেন তখন মেয়ে নাবালিকা ছিল।মেয়ের বাড়ির অমতে, মেয়ের বাড়িতে না জানিয়ে,পালিয়ে গিয়ে বিয়ে করে । বাড়ি থেকে মেয়ের নিখোঁজ অভিযোগ থানায় করেছিলেন গোকুল গুড়িয়া। অভিযোগের ভিত্তিতে জামাই নন্দ বর্মনকে তৎকালীন সময় গ্রেফতার করেছিল পুলিশ। 

বিশেষ সূত্রে জানা গেছে মেয়ে নাবালিকা হওয়ার কারণে এখনো পর্যন্ত সরকারি আবাসনে হোমে রয়েছেন। আদালতে মামলা চলতে থাকে। মামলা চলার ফলে আবারও গ্রেফতার হয় জামাই নন্দ। 

এই মামলা কেন চলছে এই অভিযোগে বেশ কয়েকবার শ্বশুরের ওপর নিশংস হামলা চালিয়েছিল হবু জামাই নন্দ বর্মন। আজ ভরা দুপুরে ধারালো অস্ত্র শ্বশুরের হাত কেটে দুভাগ করে দেয় । এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অভিযুক্তকে এখনো গ্রেপ্তার করা যায়নি, অভিযুক্ত পলাতক।

No comments