শিল্পশহর হলদিয়ায় হলদিয়া পৌর এলাকার কয়েকটি ওয়ার্ডের বাসিন্দারা জল সংকটের মধ্যে রয়েছে । পানীয় জল কষ্টের এমন অভিযোগ নিয়ে এলাকার হলদিয়ার বিধায়কাকে ঘেরাও করলেন কয়েকজন বাসিন্দারা ।হলদিয়া পৌরসভার অধীনে ১৮ নম্বর ওয়ার্ডে আম…
শিল্পশহর হলদিয়ায় হলদিয়া পৌর এলাকার কয়েকটি ওয়ার্ডের বাসিন্দারা জল সংকটের মধ্যে রয়েছে । পানীয় জল কষ্টের এমন অভিযোগ নিয়ে এলাকার হলদিয়ার বিধায়কাকে ঘেরাও করলেন কয়েকজন বাসিন্দারা ।হলদিয়া পৌরসভার অধীনে ১৮ নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে এসেছিলেন হলদিয়ার বিধায়কা তাপসী মন্ডল ।এই সময় তাকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা ।বিধায়কা এলাকাবাসীর জল কষ্টের জন্য দোষ চাপিয়েছেন হলদিয়া পৌরসভার ওপর ।হলদিয়া পৌরসভা জানিয়েছেন ,১৮ নম্বর ওয়ার্ডে একটি সাবমারসিবল পাম্প বসানোর চিঠি এসেছিল, সেই মত একটি সাবমারসিবল বসানো হয়েছে ।এলাকাবাসীর অভিযোগ ,হলদিয়া পৌর এলাকা ১৮ নম্বর ওয়ার্ডে বাস করলেও জল আনতে হয় অনেক দূর থেকে । জল কষ্ট নিয়ে বারবার বিবাহিত কে জানানো হয়েছে কখনো অফিসে ,কখনো কোন অনুষ্ঠানে ।কোন কাজ না হওয়ায় ক্ষোভ উপড়ে দিলেন এলাকার বাসিন্দারা ।এছাড়া নতুন করে দুটো অভিযোগের কপি খুলে দেন বিধায়িকা তাপসী মন্ডলের হাতে ।বিধায়িকা তাপসী মন্ডল দুটো অভিযোগ গ্রহণ করেন । সূত্রের মাধ্যমে জানা যায় বিবাহিতা সরাসরি পৌরসভার সাথে এই বিষয়ে কথাও বলেন ।যদিও এলাকায় বিধায়ক উন্নয়ন প্রকল্পের ফান্ড থেকে প্রায় 5 লক্ষ টাকা খরচ করে একটি পাম্প বসানো হয়েছে ।পৌর এলাকায় থেকে এলাকাবাসীর জল কষ্ট কেন? প্রশ্ন উঠছে।হলদিয়া পৌরসভায় ১৬ বছরের পুরো পারিষদ ছিলেন তাপসী মন্ডল ।বিগত ১০ বছরের হলদিয়ার বিধায়িকা ।বিজেপির বিধায়ক থাকলেও বর্তমানে তৃণমূলে যোগদান করেছেন ।তাপসী মন্ডল জানান , বিগত দিনে হলদিয়া পৌরসভা কে জলের লাইনের জন্য করেছিলাম ।তার কোন কাজ হয়নি । হলদিয়া পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটার সুপ্রভাত চট্টোপাধ্যায় বলেন ,১৮ নম্বর ওয়ার্ডের একটি সাবমার্সিবল পাম্প ছাড়া অন্য কোন চিঠি জমা করেননি বিধায়ক ।

No comments