Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

আদালতে দীর্ঘদিন পড়ে থাকা মামলা দুই পক্ষকে ডেকে সমঝোতা করার ব্যবস্থা করলো "মধ্যস্থতা শিবির"

হলদিয়া মহকুমা আদালতের মধ্যস্থতা শিবিরে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন।আদালতে দীর্ঘদিন পড়ে থাকা মামলা দুই পক্ষকে ডেকে সমঝোতা করার ব্যবস্থা করলো "মধ্যস্থতা শিবির"।জেলা আইনি পরিষেবার কেন্দ্রের উদ্যোগে "মধ্যস্থ…

 


হলদিয়া মহকুমা আদালতের মধ্যস্থতা শিবিরে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন।আদালতে দীর্ঘদিন পড়ে থাকা মামলা দুই পক্ষকে ডেকে সমঝোতা করার ব্যবস্থা করলো "মধ্যস্থতা শিবির"।জেলা আইনি পরিষেবার কেন্দ্রের উদ্যোগে "মধ্যস্থতা শিবির" অনুষ্ঠিত হলো হলদিয়া মহকুমা আদালতে ।পহেলা জুলাই থেকে ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত ৯০ দিন ধরে চলবে এই মধ্যস্থতা শিবির। শনিবার এই পরিসেবা পরিদর্শনে এলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সেন।দুই পক্ষের মধ্যে গন্ডগোল ঝামেলা বেশিদিন আদালতে চলছে এ সমস্ত কেশগুলি ।দুই পক্ষকে বুঝিয়ে মীমাংসা করা যায় তার ব্যবস্থা ।মধ্যস্থতা শিবির হল বিকল্প নিষ্পত্তির পদ্ধতি ।দুই পক্ষ বসে মীমাংসা করে নিলে এতে অনেক সময় বাঁচবে ও অর্থ বাঁচবে । হলদিয়া মধ্যস্থতা শিবিরে এসে বিচারপতি সৌমেন সেন বলেন ,মীমাংসাযোগ্য মামলাগুলি এভাবে বসে মিটিয়ে নিলে অনেক সময়ের সাশ্রয় হবে ।হলদিয়া মহকুমা আদালত বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিমল মাঝি বলেন ,মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে গোটা দেশে হচ্ছে মধ্যস্থতা শিবির।হলদিয়া মহকুমা আদালতে প্রায় ৬৮টি মামলার নিষ্পত্তি সামঝোতার মাধ্যমে করা হয়েছে ।

No comments