Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

নন্দকুমারে আলোক মালায় সেজে উঠল বাংলা মোদের গর্ব শীর্ষক সরকারি অনুষ্ঠান

বর্ষা মুখর বিকেলে শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার বাসুদেবপুর মহারাজ নন্দকুমার হাইস্কুল মাঠে উদ্বোধিত হল বাংলা মোদের গর্ব। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের উদ্যোগে ও পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় শুক্রবার পূর্…

 


বর্ষা মুখর বিকেলে শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার বাসুদেবপুর মহারাজ নন্দকুমার হাইস্কুল মাঠে উদ্বোধিত হল বাংলা মোদের গর্ব। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের উদ্যোগে ও পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার বাসুদেবপুর মহারাজ নন্দকুমার হাইস্কুল মাঠে উদ্বোধিত হল বাংলা মোদের গর্ব। যা চলবে আগামী ২৫.০৮.২০২৫ তারিখ পর্যন্ত। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তম বারিক, সভাধিপতি, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ; পূর্ণেন্দু কুমার মাজী, জেলাশাসক, পূর্ব মেদিনীপুর; ড: সৌমেন কুমার মহাপাত্র, বিধায়ক, তমলুক বিধানসভা ; সুকুমার দে, বিধায়ক; নন্দকুমার বিধানসভা ; তিলক কুমার চক্রবর্তী, বিধায়ক, মহিষাদল বিধানসভা; শৌভিক চট্টোপাধ্যায়, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ), পূর্ব মেদিনীপুর; গিরিধারী সাহা, উপ সংস্কৃতি , তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার; সুহাসিনী কর, সহ সভাধিপতি, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ; অপর্ণা ভট্টাচার্য, কর্মাধ্যক্ষ, শিক্ষা, সংস্কৃতি, তথ্য ও ক্রীড়া স্থায়ী সমিতি; পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ; ড: দীপেন্দ্র নারায়ণ রায়, পৌরপ্রধান, তাম্রলিপ্ত পৌরসভা; নন্দ কুমার মিশ্র, পৌরপ্রশাসক, পাঁশকুড়া পৌরসভা; শিবানী দে কুন্ডু, সভাপতি, নন্দকুমার পঞ্চায়েত সমিতি; দীনেশ দে, সমষ্টি উন্নয়ন আধিকারিক, নন্দকুমার ব্লুক সহ জেলা পরিষদের অন্যান্য কর্মাধ্যক্ষ, উপাধ্যক্ষ ও সদস্যগণ ও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।

No comments