ভগবানপুর ১ ব্লকের কোটবাড় গ্রাম পঞ্চায়েতের দ্বারিকাচক শ্যামচক সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড নির্বাচনে আবারও প্রমাণিত হলো তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি।বৃহস্পতিবার নির্বাচনে ৯টির মধ্যে সবকটি আসনেই জয় ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রে…
ভগবানপুর ১ ব্লকের কোটবাড় গ্রাম পঞ্চায়েতের দ্বারিকাচক শ্যামচক সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড নির্বাচনে আবারও প্রমাণিত হলো তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি।বৃহস্পতিবার নির্বাচনে ৯টির মধ্যে সবকটি আসনেই জয় ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। বিজেপি একটি আসনেও জয়লাভ করতে পারেনি।মোট ভোটার ছিলেন ৬২৮ জন, তার মধ্যে পোল হয়েছে ৫৩২, রিজেক্ট ভোট ২২টি। প্রবল বৃষ্টির মধ্যেও তৃণমূলের কর্মী-সমর্থকরা জয়ের উচ্ছ্বাসে ভাসেন।
ভগবানপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ কান্তি বেরা বলেন — “আজকের ফলাফল আবার প্রমাণ করলো, ভগবানপুরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গেই আছেন।”নির্বাচনে বিজয়ী প্রার্থীদের নিয়ে মিছিল করেন ভগবানপুর ১ পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের সৈনিক সভাপতি অরুপ সুন্দর পণ্ডা, তিনি সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

No comments