দিঘার একের পর হোটেলে ঝুলল তালা। বুধবার রাতের ঘটনায় চাঞ্চল্য সৈকত নগরীতে। দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের নির্দেশিকা রয়েছে, হোটেলে আগত পর্যটক পিছু ১০ টাকা করে কর দেওয়ার। সেই করের টাকা না দেওয়ায় দিঘার কয়েকটি হোটেলে তালা ঝোলানো হয় বুধব…
দিঘার একের পর হোটেলে ঝুলল তালা। বুধবার রাতের ঘটনায় চাঞ্চল্য সৈকত নগরীতে। দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের নির্দেশিকা রয়েছে, হোটেলে আগত পর্যটক পিছু ১০ টাকা করে কর দেওয়ার। সেই করের টাকা না দেওয়ায় দিঘার কয়েকটি হোটেলে তালা ঝোলানো হয় বুধবার রাতেই। দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের নির্ধারিত কর জমা না দেওয়ার কারণেই হোটেলগুলি বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। রীতিমতো পর্যটকদের বের করে তালা ঝুলিয়ে দেওয়া হয় একাধিক হোটেলে।ওল্ড দিঘায় হোটেল শ্যাম সুন্দর আবাস, নয়নতারা হোটেল-সহ একাধিক হোটেল বন্ধ করে দেওয়া হয়।ডি এস ডি এ র আধিকারিক জানান ,কর জমা করার জন্য চিঠি পাঠানো হয়েছিল ।তাও উপেক্ষা করার জন্য, কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে

No comments