মেনে নিতে না পেরে আত্মহত্যা নন্দীগ্রামের এক মেধাবী ছাত্রীর। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে খোদামবাড়ী এলাকায় ।মৃত ছাত্রীর নাম দীপশিখা মাইতি (১৯)। । জানা গিয়েছে, ছোট থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন দীপশিখা। দীপশিখার মা-বাব…
মেনে নিতে না পেরে আত্মহত্যা নন্দীগ্রামের এক মেধাবী ছাত্রীর। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে খোদামবাড়ী এলাকায় ।মৃত ছাত্রীর নাম দীপশিখা মাইতি (১৯)। । জানা গিয়েছে, ছোট থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন দীপশিখা। দীপশিখার মা-বাবার মনের ইচ্ছা ছিল মেয়ে বড় চিকিৎসক হোক। তাই ডাক্তারি নিয়ে পড়াশোনা করুক। সূত্রের খবর ,তাই নিয়েই মাঝে-মধ্যেই মতবিরোধ লেগে থাকত উভয়ের মধ্যে। নিট পরীক্ষায়ও পাশ করেন দীপশিখা। মঙ্গলবার ওই ছাত্রীর বাঁকুড়া মেডিক্যাল কলেজে ভর্তি হওয়ার কথা ছিল। বাসের সিটও বুক হয়ে গিয়েছিল তাঁর। তবে সোমবারই নিয়ে ফেললেন বড় সিদ্ধান্ত। রাত-দুপুরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন তিনি।নন্দীগ্রামের খোদামবাড়ি এলাকার মাইতি পরিবারের শোকের ছায়া নেমে এসেছে ।

No comments