Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

বাজিতপুর সারদা বালিকা বিদ্যালয়ে স্বদেশী সংকল্প ও স্বাবলম্বন নিয়ে বিশেষ সেমিনার

সংবাদদাতা দীপক পন্ডা ::--বাজিতপুর সারদা বালিকা বিদ্যালয় (উচ্চ মাধ্যমিক)-এ নবম ও দশম শ্রেণির প্রায় ১৬০ জন ছাত্রছাত্রীকে নিয়ে সম্প্রতি অনুষ্ঠিত হলো একটি অনুপ্রেরণামূলক সেমিনার। বিষয় ছিল – "স্বদেশী সংকল্প ও স্বাবলম্বন"।বিদ…

 


সংবাদদাতা দীপক পন্ডা ::--বাজিতপুর সারদা বালিকা বিদ্যালয় (উচ্চ মাধ্যমিক)-এ নবম ও দশম শ্রেণির প্রায় ১৬০ জন ছাত্রছাত্রীকে নিয়ে সম্প্রতি অনুষ্ঠিত হলো একটি অনুপ্রেরণামূলক সেমিনার। বিষয় ছিল – "স্বদেশী সংকল্প ও স্বাবলম্বন"।বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই সেমিনারটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও জাতীয় চেতনা গড়ে তোলার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিষাদল ভারত সেবাশ্রম সঙ্ঘের শ্রদ্ধেয় গৌতম মহারাজ। তিনি স্বদেশী ভাবনার গুরুত্ব, আত্মনির্ভরতার প্রয়োজনীয়তা এবং দেশপ্রেমের বাস্তব চর্চা নিয়ে হৃদয়স্পর্শী বক্তব্য রাখেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমনা পাহাড়ি মহোদয়া সভাপতিত্ব করেন এবং শিক্ষার্থীদের মধ্যে স্বদেশপ্রেম ও আত্মনির্ভরতার চেতনা জাগ্রত করার ওপর জোর দেন।

এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ,স্কুলের প্রধান শিক্ষিকা সুমনা পাহাড়ি ,নারায়ণ চন্দ্র পণ্ডা,প্রান্ত সহযোগক প্রান্ত সহ সংযোজক ও সমরেশ নস্কর (প্রান্ত পূর্ণকালীন),রাধেশ্যাম প্রধান (জেলা সহ-সংযোজক) এবংবিকাশ ঘোড়ই (যুব সংযোজক)

সকল অতিথির আন্তরিক অংশগ্রহণ ও বক্তব্য ছাত্রছাত্রীদের মনোবল বাড়ায় এবং দেশগঠনে ভূমিকা রাখার জন্য নতুন করে অনুপ্রাণিত করে।

No comments