খড়কুটোর মতো উড়ে গেলেন বিজেপি সমর্থিত প্রার্থীরা।বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে সমবায় নির্বাচনে শাসকদলের জয়জয়কার। নন্দীগ্রাম এক নম্বর ব্লকের কালীচরণপুরে গড় চক্রবেড়িয়া সমবায় সমিতির নির্…
খড়কুটোর মতো উড়ে গেলেন বিজেপি সমর্থিত প্রার্থীরা।বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে সমবায় নির্বাচনে শাসকদলের জয়জয়কার। নন্দীগ্রাম এক নম্বর ব্লকের কালীচরণপুরে গড় চক্রবেড়িয়া সমবায় সমিতির নির্বাচনে সব আসনেই জিতলেন তৃণমূল সমর্থিত প্রার্থী। বুধবার গড় চক্রবেড়িয়া সমবায় সমিতির ১২ আসনের পরিচালন কমিটির নির্বাচন হয়। তৃণমূল ১২টি আসনে প্রার্থী দিলেও বিজেপি ৯টি আসনে প্রার্থী দিয়েছিল। সকাল থেকেই পুলিশি নিরাপত্তায় শান্তিপূর্ণভাবেই নির্বাচন অনুষ্ঠিত হয়। ৬৭২ জন ভোটারের মধ্যে ভোট পড়ে ৬০০টি। নির্বাচন শেষে ফলাফল বেরোলে দেখা যায় সব আসনেই তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। জয়ের পর তৃণমূল কর্মী-সমর্থক সবুজ আবির খেলায় মেতে ওঠেন। মিছিলও করেন তাঁরা। জয়ের পর উচ্ছ্বসিত তৃণমূল নেতা-কর্মীরা বলছেন, ছাব্বিশের বিধানসভা নির্বাচনেও এমনই ফল দেখা যাবে।

No comments