বাঘরোল উদ্ধার হল কারখানার ভেতর থেকে ।হলদিয়া থেকে বাঘরোল বা মেছো বিড়াল উদ্ধার ....বুধবার দুপুর সাড়ে ১২ টা নাগাদ হলদিয়া সিটি সেন্টারের সন্নিকটে গোকুল ভোজ্য তেলের কারখানার প্রাচীরের তারের জালে আটকে যাওয়া বাঘরোল উদ্ধার করা হয় …
বাঘরোল উদ্ধার হল কারখানার ভেতর থেকে ।হলদিয়া থেকে বাঘরোল বা মেছো বিড়াল উদ্ধার ....বুধবার দুপুর সাড়ে ১২ টা নাগাদ হলদিয়া সিটি সেন্টারের সন্নিকটে গোকুল ভোজ্য তেলের কারখানার প্রাচীরের তারের জালে আটকে যাওয়া বাঘরোল উদ্ধার করা হয় বালুঘাটা বনদপ্তরের পক্ষ থেকে। কারখানার শ্রমিক , পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সুতাহাটা হলদিয়া বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানকর্মীকে খবর দিলে উনারা সুতাহাটা হলদিয়া বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে বনদপ্তরের আধিকারিকদের জানান। এরপর বনদপ্তরের পক্ষ থেকে বাঘরোলটি উদ্ধার করা হয়। সকলকে ধন্যবাদ জানাই , এই বন্য প্রাণীটিকে উদ্ধার করে জীববৈচিত্র্য রক্ষা করবার জন্য।

No comments