বাড়ির কাছের পুকুরে তাঁর দেহ ভেসে ওঠে।গত বৃহস্পতিবার সকালে বাড়ির অদূরেই একটি পুকুর থেকে সুব্রত অধিকারী (৩৩) নামে ওই যুবকের দেহ উদ্ধার হয়।ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন মা কাজল অধিকারী। পরিবারের দাবি, তাঁকে অপহরণ করে ঠান্ডা মাথ…
বাড়ির কাছের পুকুরে তাঁর দেহ ভেসে ওঠে।গত বৃহস্পতিবার সকালে বাড়ির অদূরেই একটি পুকুর থেকে সুব্রত অধিকারী (৩৩) নামে ওই যুবকের দেহ উদ্ধার হয়।ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন মা কাজল অধিকারী।
পরিবারের দাবি, তাঁকে অপহরণ করে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। এই ঘটনায় ময়না থানায় খুনের লিখিত অভিযোগ দায়ের হয়েছে বলে পরিবারের দাবী।গোটা ঘটনার নেপথ্যে শাসকদলের হাত রয়েছে বলে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব।যদিও বিজেপি-র তোলা খুনের অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, এটি নিছকই দুর্ঘটনা নাকি অন্য কিছু, তা পুলিশ তদন্ত করলেই পরিষ্কার হয়ে যাবে। পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত রবিবার রাতে বাড়ি থেকে সামান্য দূরে একটি পিকনিকে যোগ দিতে গিয়েছিলেন তিনি। তারপর থেকেই তাঁর আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। সোমবার ময়না থানায় নিখোঁজ ডায়েরিও করে পরিবার। অবশেষে বছরের প্রথম দিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে বাড়ির কাছের পুকুরে তাঁর দেহ ভেসে ওঠে।

No comments