বড়সড় দুর্ঘটনা থেকে যাত্রীরা বাঁচলো কুকড়াহাটি- ডায়মন্ড হারবার লঞ্চ থেকে ,*কুঁকড়াহাটি ফেরিঘাটে লঞ্চের পাটাতন ফুটো হয়ে ডুবে গেল যাত্রীবাহী লঞ্চ । হলদিয়ার কুঁকড়াহাটি ফেরিঘাট থেকে যাত্রী নিয়ে দক্ষিণ চব্বিশ পরগণার ডায়মন্ড হ…
বড়সড় দুর্ঘটনা থেকে যাত্রীরা বাঁচলো কুকড়াহাটি- ডায়মন্ড হারবার লঞ্চ থেকে ,*কুঁকড়াহাটি ফেরিঘাটে লঞ্চের পাটাতন ফুটো হয়ে ডুবে গেল যাত্রীবাহী লঞ্চ । হলদিয়ার কুঁকড়াহাটি ফেরিঘাট থেকে যাত্রী নিয়ে দক্ষিণ চব্বিশ পরগণার ডায়মন্ড হারবার যাওয়ার সময় কুঁকড়াহাটি ফেরিঘাটের কাছে টার্ন নিয়ে ঘোরানোর সময় লঞ্চের পাটাতন ফুটো হয়ে ডুবে গেল যাত্রীবাহী লঞ্চ। স্থানীয় সুতাহাটা থানার পুলিশ জানিয়েছে, যাত্রীদের কোন ক্ষয়ক্ষতি হয়নি। লঞ্চটা নষ্ট হয়ে গেছে। বুধবার বিকেল প্রায় সাড়ে পাঁচটা নাগাদ এই ঘটনায় লঞ্চের মধ্যে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফেরিঘাট থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এই ঘটনা ঘটনায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৫০ জনের মতো যাত্রী ছিল।
।আতঙ্কিত হয়ে যায় যাত্রীরা পুরোপুরি পড়ে যায় লঞ্চের মধ্যে ।লঞ্চটির কাঠের পাঠাতন ফুটো হয়ে জল ঢুকে গেলেও যাত্রীদের উদ্ধার করা হয়েছে ।কোন যাত্রীর প্রাণহানির ঘটনা ঘটেনি ।প্রতিটি যাত্রী নিরাপদে রয়েছে ।বেশ কিছু যাত্রী আতঙ্কিত হয়ে পড়েছিল । তাদের চোখে মুখে ছাপ এখনো ভুলতে পারেনি ।হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময়কর বলেন ,দুর্ঘটনার খবর পেয়েছি ইতিমধ্যে সমস্ত আধিকারিক কে পাঠানো হয়েছে ।যদিও এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ।

No comments