Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

আশ্রম প্রাঙ্গনে এবং বাইরে ভাই বোনের পরিচয় দিয়ে সমাজে বেড়ে উঠতে পাউশি অন্ত্যোদয় অনাথ আশ্রমে রাখি বন্ধন

পাউশি অন্ত্যোদয় অনাথ আশ্রমে রাখি বন্ধন।প্রতিবছরের ন্যায় এ বছরও ভগবানপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত পাউশি অন্ত্যোদয় অনাথ আশ্রম রাখি বন্ধন উৎসব ধুমধাম সহকারে আশ্রম প্রাঙ্গণে পালিত হয়। আশ্রমের আবাসিকরা ও আশ্রম পরিচালিত স্নেহছায়া শ…

 


পাউশি অন্ত্যোদয় অনাথ আশ্রমে রাখি বন্ধন।প্রতিবছরের ন্যায় এ বছরও ভগবানপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত পাউশি অন্ত্যোদয় অনাথ আশ্রম রাখি বন্ধন উৎসব ধুমধাম সহকারে আশ্রম প্রাঙ্গণে পালিত হয়। আশ্রমের আবাসিকরা ও আশ্রম পরিচালিত স্নেহছায়া শিশু আবাসের আবাসিকরা সারিবদ্ধভাবে বসে নিজেদের হাতে তৈরি করা রাখি আশ্রমের ভাইদের হাতে পরিয়ে দেয়। একে অপরকে মিষ্টি খাওয়ায় এবং বড়রা আশীর্বাদ করে। ভাইদের মঙ্গল কামনা করে বোনেরা। মধুরিমা, দেবনীতা, সন্ধ্যা, শিয়া, রিমি তাদের ভাই বরুণ, সৌতম, ঋষি, রাজু, রাজের হাতে রাখি পরিয়ে দেয় এবং একে অপরে মিষ্টি মুখ করে। প্রতিবছর আশ্রম এই অনুষ্ঠান খুব বড় আকারে করে থাকে, যাতে আশ্রম প্রাঙ্গনে এবং বাইরে তারা ভাই বোনের পরিচয় দিয়ে বড় হয়ে ওঠে। এটি একটি মহান উৎসব। এই উৎসবের প্রাসঙ্গিকতা বজায় রেখে আশ্রম আগামী দিনেও একই ভাবে পালন করে যাবে এই আশ্বাস দেন। আশ্রমের কর্ণধার বলরাম করন বলেন, এই ধরনের অনুষ্ঠান যত আমরা করতে পারব ততই আশ্রম প্রাঙ্গণ মুখরিত হয়ে থাকবে। ভাই বোনের মেলবন্ধন ও গাড়ো হবে এবং বজায় থাকবে। আজকের অনুষ্ঠানে বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন। তাদের হাতেও রাখি পরিয়ে দেয় শিশুরা। সকলেই শিশুদেরকে আশীর্বাদ করে। দুপুরে সকলে আনন্দ সহকারে এক ভুরিভোজে মিলিত হয়।

No comments