Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

সুদূর তামিলনাড়ুর মাদুরাই*থেকে চক্ষু চিকিৎসক হিসেবে খ্যাতিনামা ডাঃ অসীম শীল

চক্ষু চিকিৎসক হিসেবে খ্যাতিনামা ডাঃ অসীম শীল আগস্টের প্রথম দিনেই প্রথম চিকিৎসা শুরু করেছিলেন মেদিনীপুর জেলায় । দ্রাবিড় থেকে বঙ্গ এই স্থানান্তর শুধুমাত্র বঙ্গ-সন্তানের ঘরে ফিরে আসা নয়।রোগীর ভালবাসায় পাকাপাকিভাবে থেকে যাওয়া ।:…

 


চক্ষু চিকিৎসক হিসেবে খ্যাতিনামা ডাঃ অসীম শীল আগস্টের প্রথম দিনেই প্রথম চিকিৎসা শুরু করেছিলেন মেদিনীপুর জেলায় । দ্রাবিড় থেকে বঙ্গ এই স্থানান্তর শুধুমাত্র বঙ্গ-সন্তানের ঘরে ফিরে আসা নয়।রোগীর ভালবাসায় পাকাপাকিভাবে থেকে যাওয়া ।:* গত ৪ঠা আগস্ট, ২০২৫। ঠিক ৩০ বছর আগে এই দিনে অবিভক্ত মেদিনীপুর জেলায় চিকিৎসক হিসাবে কাজ শুরু করেছিলেন। 

ডাক্তার বাবুর সাথে সাক্ষাৎকারে জানা যায় ,এর আগের জীবন কেটেছে তামিলনাড়ুর মাদুরাই শহরের অরবিন্দ আই হসপিটালে। বরং এই দীর্ঘ সময় হলো মেদিনীপুর ও সংলগ্ন জেলার সাধারণ মানুষের মধ্যে তিন দশকের চিকিৎসক জীবন আস্বাদন করার। সম্প্রতি বড়সড় দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন চক্ষু চিকিৎসক ।

ডাঃ অসীম শীল বলেন, সর্বোপরি বিনম্র শ্রদ্ধা জানাই মেদিনীপুরের মানুষদের যারা আমাকে ‘ডাক্তারবাবু’ পরিচয় দিয়েছেন। আমার অপরিসীম কৃতজ্ঞতা জানাই আমার সহকর্মীর দলকে। যে কোন পরিস্থিতিতে ঝাঁপিয়ে পড়তে পিছপা হইনি শুধুমাত্র এরা ছিল এবং আছে বলে। কিছুদিন আগেই পথ দুর্ঘটনায় আঘাত পেলাম; রাস্তা থেকে কোলে তুলে নিয়ে এরাই আবার আমাকে কাজে ফিরিয়ে আনলেন। তাই আজকের দিনটা আমার কাছে প্রণাম নিবেদনের দিন।

No comments