2 নাবালিকা সহ 2 যুবতীকে বেঙ্গালুরু থেকে উদ্ধার করল হলদিয়া মহাকুমা পুলিশ ।শিল্প শহর দুর্গাচক থানা এলাকায় একজন নাবালিকা ও দুই যুবতী সম্প্রতি নিখোঁজ হয়ে যায় ।এছাড়া সুতাহাটা থানা থেকেও এক নাবালিকা নিখোঁজ হয়ে যায় ।এই ঘটনার পর …
2 নাবালিকা সহ 2 যুবতীকে বেঙ্গালুরু থেকে উদ্ধার করল হলদিয়া মহাকুমা পুলিশ ।শিল্প শহর দুর্গাচক থানা এলাকায় একজন নাবালিকা ও দুই যুবতী সম্প্রতি নিখোঁজ হয়ে যায় ।এছাড়া সুতাহাটা থানা থেকেও এক নাবালিকা নিখোঁজ হয়ে যায় ।এই ঘটনার পর চাপে পড়ে যায় পুলিশ মহল ।পরিবারের পক্ষ থেকে দুর্গাচক থানা ও সুতাহাটা থানা তে অভিযোগ দায়ের করা হয়েছিল ।পুলিশ তদন্তে নেমে দুই নাবালিকা সহ চারজনের নিখোঁজের খোঁজ শুরু করে দেয় ।সোমবার রাতে বেঙ্গালুরু থেকে চারজনকে উদ্ধার করে পুলিশ ।গত সোমবার রাতেই তাদের বিমানে করে কলকাতা এবং পরে হলদিয়ায় আনা হয় ।
পুলিশ সূত্রে খবর ,জয়দীপ জানা বলে একজন বেঙ্গালুরুতে কাজ করতো ।বেঙ্গালুরুতে কাজের সুযোগ করে দিবে বলে দুই যুবতীকে ফাঁসিয়ে নিয়ে যায় ।ওই দুই যুবতী আবার দুই নাবালিকাকে সাথে নিয়ে যায় ।বর্তমানে মঙ্গলবার জয়দেব ও অন্য দুই যুবতীকে পুলিশ গ্রেফতার করে আদালতে তোলে ।জয়দেব জানা সহ গ্রেপ্তার হয় মনি দোলুই এবং অপর্ণা গিরি ।মঙ্গলবার হলদিয়া মহকুমা আদালতের তোলা হলে জয়দেব কে চার দিনের পুলিশি হেফাজত হয় এবং মনিও অপরনার ১৪ দিনের জেল হেফাজত হয় ।

No comments