Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

নন্দকুমারে গ্রেপ্তার অর্কেস্টার টিম এর মালিক ,নৃত্যশিল্পীকে নির্যাতন ও ধর্ষণের অপরাধে

রাজ্যে মহিলা ধর্ষণের ঘটনা যেন নিত্য সঙ্গী। এবারে নির্যাতনের শিকার পূর্ব মেদিনীপুরের একজন নৃত্যশিল্পী ।মহিলা নিত্য শিল্পী তরুণীকে ধর্ষণের অভিযোগ নন্দকুমারে। অভিযোগ নন্দকুমারের হ্যালো ক্যালকাটা অরকেসটার নামের একটি টিমের মালিক রামি…

 


রাজ্যে মহিলা ধর্ষণের ঘটনা যেন নিত্য সঙ্গী। এবারে নির্যাতনের শিকার পূর্ব মেদিনীপুরের একজন নৃত্যশিল্পী ।মহিলা নিত্য শিল্পী তরুণীকে ধর্ষণের অভিযোগ নন্দকুমারে। অভিযোগ নন্দকুমারের হ্যালো ক্যালকাটা অরকেসটার নামের একটি টিমের মালিক রামিজের বিরুদ্ধে। ইতিমধ্যে তরুনীর অভিযোগের ভিত্তিতে রামিজ অর্থাৎ অভিযুক্তকে গ্রেফতার করেছে নন্দকুমার থানার পুলিশ। 

বিষয়টিকে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির অভিযোগ নন্দকুমারের ওই সমস্ত এলাকায় দিনের পর দিন গরীব বাড়ির মেয়েদের নাচের অনুষ্ঠানের সুযোগ করে দেওয়ার নাম করে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত করাচ্ছে রামিজের মতন কিছু দুষ্কৃতি।প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে বিজেপি। 

অপরদিকে তৃণমূল কংগ্রেসের দাবি পুলিশ প্রশাসন সঠিক তদন্ত করছে অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।

তরুণী অভিযোগ করেছেন, সারিকা লস্কর কে সোনা নামের একটি মহিলার নাচের টিমে তিনি কাজ করতেন, সারিকার বাড়িতেই থাকতেন ওই তরুণী। গত ১০ই অক্টোবর সন্ধ্যায় সারিকা তার বন্ধু হ্যালো ক্যালকাটা অরকেসটার টিমের মালিক রামিজকে সঙ্গে নিয়ে তার বাড়িতে আসে। নির্যাতিতা কে সঙ্গে নিয়ে তিনজনের কোল্ড্রিংস খান। এবং কোল্ড্রিংস খেতে খেতে সারিকা ওরফে সোনা নামের মহিলা ওই রুম থেকে বেরিয়ে যান। সারিকা বেরিয়ে যেতেই রামিজ নামের ওই দুষ্কৃতি তার ওপর আক্রমণ করে। শারীরিকভাবে তার সঙ্গে সমস্ত রকম দুর্ব্যবহার করে। এই ঘটনার পরে নির্যাতিতা যাতে ঘটনার কথা কাউকে না বলে তার জন্য তাকে হুমকি দেওয়া হয়। প্রথমে ভয়ে কাউকে বলতে পারেননি নির্যাতিতা। পরবর্তীকালে ১লা আগস্ট নন্দকুমার থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন ওই নির্যাতিতা তরুণী। 

নির্যাতিতা তরুনীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রামিজ নামের ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে নন্দকুমার থানার পুলিশ। রাজ্যের বিভিন্ন জায়গায় একের পর এক নারীদের উপর অত্যাচার, পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে মহিলা নিত্য শিল্পীর উপর নির্যাতনের এই ঘটনায় পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর।।

No comments