রোহিঙ্গা ইস্যুতে দিঘায় মিছিলের অনুমতি চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। শেষমেষ হাই কোর্টের নির্দেশে শর্ত সাপেক্ষে রবিবার দিঘায় হতে চলেছে শুভেন্দুর মিছিল। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টার মধ্যে শেষ করতে হবে এই মিছিল। …
রোহিঙ্গা ইস্যুতে দিঘায় মিছিলের অনুমতি চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। শেষমেষ হাই কোর্টের নির্দেশে শর্ত সাপেক্ষে রবিবার দিঘায় হতে চলেছে শুভেন্দুর মিছিল। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টার মধ্যে শেষ করতে হবে এই মিছিল। শনিবার কলকাতা হাই কোর্টের তরফে এমনই শর্ত দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। জানা গেছে, এর আগেও রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক কর্মসূচি করতে গিয়ে রাজ্য পুলিশের অনুমতি না পেয়ে একাধিকবার হাই কোর্টের দ্বারস্থ হতে হয়েছিল শুভেন্দু অধিকারীকে। একইভাবে রবিবার দিঘায় রোহিঙ্গা ইস্যুতে বিজেপির তরফে শুভেন্দুর মিছিলের জন্য দিঘা থানায় অনুমতি চাওয়া হয়। কিন্তু অনুমতি দেয়নি রাজ্য পুলিশ। পরবর্তী সময়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় বিজেপি। শনিবার সেই মামলায় শর্তসাপেক্ষ অনুমতি দিয়েছে কলকাতা হাই কোর্ট। আদালতের আদেশে, মিছিলে সর্বাধিক ২০০০ জন অংশ নিতে পারবেন। হাই কোর্টের বেঁধে দেওয়া সময় অর্থাৎ সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টার মধ্যেই শেষ করতে হবে মিছিল। প্রথম থেকেই এই মিছিলের রুট ছিল দিঘা বাইপাস লাগোয়া বিবেকানন্দ স্ট্যাচু থেকে যুব আবাস পর্যন্ত। কিন্তু শনিবারের শুনানিতে রাজ্যের তরফে রুট চেঞ্জ করার জন্য আবেদন করা হয়। তবে আদালত সে ব্যাপারে কোনোরকম হস্তক্ষেপ করেনি এদিন। শেষমেষ একই রুটে শর্তসাপেক্ষভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মিছিলের অনুমতি দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। জেলা বিজেপি সূত্রে খবর, আজকের এই মিছিলে আশেপাশের ৩-৪টি বিধানসভা এলাকা থেকে বিজেপির কর্মী ও সমর্থকরা পা মেলাবেন। সেজন্য আদালতের সবরকম নির্দেশিকা মেনেই শনিবার থেকে শুরু হয়ে গিয়েছে যাবতীয় প্রস্তুতি।

No comments